Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারী নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে নোবিপ্রবিতে মশাল বিক্ষোভ

নোবিপ্রবি করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৩২

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে মশাল ও বিক্ষোভ মিছিল

নোবিপ্রবি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সারা দেশব্যাপী চলমান নারী নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে মশাল ও বিক্ষোভ মিছিল করেন সাধারণ শিক্ষার্থীরা।

২১ ফেব্রুয়ারি (শুক্রবার) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয় শিক্ষার্থীরা। সেখান থেকে মশাল মিছিল শুরু করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন তারা। মিছিল চলাকালীন ‘ধর্ষকের ঠিকানা এ বাংলায় হবে না’, ‘ধর্ষকদের বিরুদ্ধে ডাইরেক্ট একশন’, ‘চলবেনা, চলবেনা, নারীর প্রতি সহিংসতা’ সহ নানা স্লোগান দিতে দেখা যায়। মিছিল শেষে আবার কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান নেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

এই সময় ময়ূরী নূর নামে এক শিক্ষার্থী বলেন, ‘সারা বাংলাদেশে নারীদের ওপর যে নিপীড়ন-নির্যাতন চলছে, তা খুবই দুঃখজনক। শুধু নারী নির্যাতন নয়, পুরো দেশে যে অরাজকতা বিরাজ করছে, তাতে আমরা ইন্টেরিম গভর্নমেন্টের প্রতি ক্ষুব্ধ ও আশাহত। ২৪-এর আন্দোলনের মাধ্যমে যে স্বাধীনতা লাভ করেছিলাম, আশা করেছিলাম সরকার আমাদের কথা শুনবে এবং নির্যাতন রোধে ব্যবস্থা নেবে। কিন্তু তার প্রতিফলন ঘটেনি।’

মুজতবা ফয়সাল নাঈম নামের শিক্ষার্থী বলেন, ‘আজ (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যে মায়ের কাছ থেকে আমরা মাতৃভাষা শিখি, সেই মায়ের জন্য নিরাপদ সমাজ তৈরি না করতে পারায় আমাদের এখানে দাঁড়াতে হয়েছে। আজকের যে ঘটনার প্রতিবাদে আমরা এখানে, এরকম অনেক ঘটনা আগেও ঘটেছে। যদি এসব ঘটনার উপযুক্ত শাস্তি দেয়া হতো, তবে আমাদের আজকে এই পরিস্থিতির মোকাবিলা করতে হতো না। আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই, আমরা দেশকে বদলাবোই।’

বিজ্ঞাপন

আরেক শিক্ষার্থী নিলুফা ইয়াসমিন বৃষ্টি বলেন, ‘আমরা রক্তের বিনিময়ে অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসিয়েছি। তাদের আমাদের কথা শুনতে হবে। ধর্ষকদের একমাত্র শাস্তি হতে হবে ফাঁসি, এবং তা হতে হবে প্রকাশ্যে। গতকালের বাসের ঘটনাটি আমাকে ঘুমাতে দিচ্ছে না। যখন আমি আমার হাজবেন্ডের সঙ্গে চলাচল করি, তখন সবাই ভাবে আমরা নিরাপদে আছি। কিন্তু বাসের মধ্যে ধর্ষণ করা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই বিষয়ের জবাবদিহি করতে হবে।’

সারাবাংলা/এনজে

নোবিপ্রবি বিক্ষোভ

বিজ্ঞাপন

বসন্তের সন্ধ্যা ভিজল বৃষ্টিতে
২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫০

আরো

সম্পর্কিত খবর