Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস ট্রফি
এখনই সেমির আশা ছাড়ছেন না জাকের

স্পোর্টস ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৩৬

সেমিতে ওঠার আশাবাদ জাকেরের

টুর্নামেন্টের যে ফরম্যাট, তাতে এক ম্যাচ হারলেই জেগে ওঠে ছিটকে যাওয়ার সম্ভাবনা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে তাই সেমিতে ওঠার পথ অনেকটাই কঠিন হয়ে পড়েছে বাংলাদেশের। তবে ভারতের বিপক্ষে দারুণ এক ইনিংস খেলা জাকের আলী এখনই সেমির ছাড়া ছাড়ছেন না।

ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ৩৫ রানেই ৫ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে তাওহিদ হৃদয়কে সাথে নিয়ে ১৫৪ রানের অবিশ্বাস্য এক জুটি গড়ে বাংলাদেশকে লড়াই করার পুঁজি এনে দেন জাকের। হৃদয় সেঞ্চুরি পেলেও জাকের তিন অংক ছুঁতে পারেননি, প্যাভিলিয়নে ফিরেছেন ৬৮ রানে। শেষ পর্যন্ত ৬ উইকেটের সহজ জয় তুলে নেয় ভারত।

বিজ্ঞাপন

গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে নিউজিল্যান্ড ও পাকিস্তানের মুখোমুখি হবেন শান্তরা। এই দুই ম্যাচে জিতলেও ঝুলে থাকবে বাংলাদেশের সেমির স্বপ্ন। জাকের বলছেন, সেমিতে ওঠার সম্ভাবনা এখনো আছে তাদের, ‘অবশ্যই সেমিতে যাওয়ার সুযোগ এখনো আছে। প্রথম ম্যাচে এত বাজে অবস্থার পর দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, এখান থেকে অনেক কিছু নেওয়ার আছে। সামনের ম্যাচগুলোতে যে জায়গায় যা করার দরকার, সেই কাজগুলো ঠিকঠাক করলে আমাদেরও সুযোগ আছে।’

প্রথম ম্যাচ দুবাইতে খেললেও বাংলাদেশের পরের দুই ম্যাচ পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। পাকিস্তানের মাটিতে আগে খেলার অভিজ্ঞতা আছে দলের অনেকেরই। তবে পিচ কেমন হবে, সেটাই এখন বড় প্রশ্ন। জাকের অবশ্য পাকিস্তানের উইকেট নিয়ে চিন্তিত নন, ‘আশা করছি উইকেটে টপ অর্ডার রান পাবে। টপ অর্ডার থেকে রান পেলে পরের কাজটা সহজ হয়ে যায়। পরিস্থিতির দাবি যেমন থাকে, সেইভাবেই খেলতে হবে। উইকেট কেমন থাকবে তা তো আগে জানার উপায় নেই। তবে আশা করছি ভালো হবে সবকিছু।’

বিজ্ঞাপন

আগামী ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

সারাবাংলা/এফএম

চ্যাম্পিয়নস ট্রফি জাকের আলী বাংলাদেশ

বিজ্ঞাপন

ইয়ংমেন্সের জালে আবাহনীর গোল বন্যা
২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৪

আরো

সম্পর্কিত খবর