Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে ট্রাক-বাস-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৬৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫২ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৫৮

নরসিংদী: ঢাকা-সিলেট মহাসড়ককের নরসিংদীতে বাস, ট্রাক ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে ৬৩ জন আহত হয়েছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার বাসাইল এলাকায় সড়ক ও জনপথ বিভাগের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুই জনকে গুরুতর অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানান, ঢাকা-সিলেট মহাসড়ককের বাসাইল এলাকায় আজ সকালে সিলেটগামী মাল বোঝাই একটি ট্রাকের সঙ্গে ঢাকাগামী প্রাণ আরএফএল কোম্পানির একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পাশে চলমান অপর একটি প্রাইভেটকারের সঙ্গেও সংঘর্ষ ঘটে। এতে বাস ট্রাক ও প্রাইভেটকারে থাকা ৬৩ জন যাত্রী আহত হন। পরে আহতদের উদ্ধার করে ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে গুরুতর আহত অবস্থায় বাসের এক যাত্রী ও ট্রাকের ড্রাইভারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে যায়।

ইটাখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানান, আহতদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য বাসের এক যাত্রী ও ট্রাকের ড্রাইভারকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি তিনটি পুলিশ হেফাজতে আছে।

সারাবাংলা/ইআ

ত্রিমুখী সংঘর্ষ নরসিংদী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর