প্রায় ১৫ বছর পর যশোরে জেলা বিএনপির সম্মেলন
২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:১০ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩৭
যশোর: প্রায় ১৫ বছর পর যশোরে জেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলার ঈদগাহ ময়দানে এ সম্মেলন শুরু হয়।
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ্ আমানের উদ্বোধনের মাধ্যমে সম্মেলন শুরু হয়। তিনি পতাকা উত্তোলনের পর বেলুন ও কবুতর উড়িয়ে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করেন।
বিকেলে দ্বিতীয় পর্বে ১ হাজার ৬১৬ ডেলিগেট কাউন্সিলর ভোটের মাধ্যমে জেলা সভাপতি ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করবেন। ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক হিসেবে দেলোয়ার হোসেন খোকন নির্বাচিত হয়েছেন। ২০০৯ সালে সর্বশেষ জেলা সম্মেলন হয়। ২০১৯ সালে ১৯ ফেব্রুয়ারি নার্গিস বেগমকে আহ্বায়ক করে ৫৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়।
আজকের সম্মলনে সভাপতি পদের জন্য লড়ছেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, ওই কমিটির সদস্য মিজানুর রহমান ও পৌর বিএনপির সাবেক সভাপতি মারুফুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক পদে লড়ছেন চারজন।
এ সম্মেলনের প্রধান অতিথি হিসেবে ভার্সুয়ালি যুক্ত হবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এই সম্মেলনের সভাপতিত্ব করছেন আহ্বায়ক কমিটির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। সম্মেলনে বিশেষ অতিথি রয়েছেন খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুন্ডু, কেন্দ্রীয় নেতা সাবিরা নাজমুল, আবুল হোসেন আজাদ, টি এস আইয়ূবসহ আরও অনেকে।
সারাবাংলা/এমপি