চট্টগ্রামে আওয়ামী লীগের ২৫ নেতাকর্মী গ্রেফতার
স্পেশাল করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:২৪ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩৬
২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:২৪ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩৬
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এর সহযোগী বিভিন্ন সংগঠনের ২৫ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত টানা ২৪ ঘণ্টা অভিযানে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
নগর পুলিশের সংবাদের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এদের বিরুদ্ধে নগরীতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনার অভিযোগ আছে। কয়েকজন বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে করা বিভিন্ন মামলার আসামি।
গ্রেফতার ২৫ জনের মধ্যে কোতোয়ালী, সদরঘাট, চান্দগাঁও, বন্দর, হালিশহর, পাহাড়তলী, ইপিজেড, কর্ণফুলী, পতেঙ্গা ও চকবাজার থানায় এক জন করে, বাকলিয়া, খুলশী, পাঁচলাইশ, আকবর শাহ থানায় দুই জন করে, বায়েজিদ বোস্তামি থানায় তিন জন এবং ডবলমুরিং থানায় চার জন আছেন।
সারাবাংলা/আরডি/ইআ