চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার ৩
২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৩২ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০০
টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রাজশাহীগামী বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানি ঘটনার তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ।
গ্রেফতাররা হলেন- মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার লাউতারা গ্রামের মো. বদর উদ্দিন শেখের ছেলে মো. শহিদুল ইসলাম ওরফে মহিদুল ওরফে মহিত (২৯),শরীয়তপুর জেলার জাজিরা থানার রামকৃষ্ণপুর গ্রামের ইসমাইল মোল্লার ছেলে মো. সবুজ (৩০) এবং ঢাকা জেলার সাভার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের টান গেন্ডা গ্রামের আবুল হোসেনের ছেলে মো. শরীফুজ্জামান ওরফে শরীফ (২৮)।
শনিবার সকাল ১১টায় টাঙ্গাইলের পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মিজানুর রহমান এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই তথ্য জানান।
এর আগে, শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে বাসে ডাকাতির শিকার ওমর আলী নামের এক যাত্রী মির্জাপুর থানায় বাদি হয়ে মামলা করেন। মামলা দায়েরের পর পরই পুলিশের একাধিক দল আসামিদের ধরতে অভিযান শুরু করে। পরে শুক্রবার সন্ধ্যায় তাদেরকে গ্রেফতার করা হয়।
সারাবাংলা/ইআ