Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘টালবাহানা ছেড়ে দিয়ে জাতীয় নির্বাচন দিন’

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১৩ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১১

সভায় বক্তব্য দিচ্ছেন বিএনপির ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট মো. জয়নুল আবেদীন

বরিশাল: বিএনপির ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট মো. জয়নুল আবেদীন বলেছেন, ‘টালবাহানা ছেড়ে দিয়ে জাতীয় নির্বাচন দিন। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার চেষ্টা করবেন না। দিলে জনগণ তা মেনে নেবে। দয়া করে আপনারা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন।’

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে বিএনপির এক জনসভায় এ কথা বলেন তিনি।

বিএনপির আয়োজনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিকরণ ও ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবিলার দাবিতে এ জনসভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামাল। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মো. মাহাবুবুল হক নানু, কেন্দ্রীয় বিএনপির সদস্য মো. হায়দার আলী লেলিন, জীবা আমিনা আল গাজী।

জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাড. শাহাদাৎ হোসেন।

সারাবাংলা/এসডব্লিউ

নির্বাচন বিএনপি

বিজ্ঞাপন

‘সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র চলছে’
২২ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১৮

মুন্সীগঞ্জে কুকুরের কামড়ে আহত ৩৭
২২ ফেব্রুয়ারি ২০২৫ ২১:২০

আরো

সম্পর্কিত খবর