চট্টগ্রামে বোনের বাড়িতে মারধরে প্রবাসীর মৃত্যু
২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫৯ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১১
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের মীরসরাই উপজেলায় বোনের বাড়িতে আত্মীয়স্বজনের হাতে মারধরের শিকার হয়ে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার জোরারগঞ্জ থানার কাটাছড়া ইউনিয়নের বামনসুন্দর নোপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
মৃত মো. মহিউদ্দিন (৪০) একই উপজেলার ইছাখালী ইউনিয়নের মাদবারহাট এলাকার নন্দীগ্রামের বাসিন্দা।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, ‘কয়েকদিন আগে মহিউদ্দিন ওমান থেকে দেশে ফেরেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে বোন সেলিনা আক্তারের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। রাতে পারিবারিক বিষয় নিয়ে সেলিনার স্বামী ও শরীফ তার পরিবারের লোকজনের সঙ্গে মহিউদ্দিনের ঝগড়া হয়। এর একপর্যায়ে শরীফ ও পরিবারের সদস্যরা তাকে মারধর করেন বলে অভিযোগ পেয়েছি।’
এদিকে মারধরে আহত মহিউদ্দিনকে রাত ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে পলাতক শরীফকে ধরতে পুলিশের অভিযান চলছে বলে ওসি জানিয়েছেন।
সারাবাংলা/আরডি/ইআ