Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উচ্চতার মাপকাঠি দমাতে পারেনি মুস্তাকিনের উচ্চশিক্ষার স্বপ্ন

জবি করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২৭ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১১

মুস্তাকিন আহমেদ। ছবি: সংগৃহীত

জবি: উচ্চতার মাপকাঠি দমাতে পারেনি মুস্তাকিমের উচ্চশিক্ষার স্বপ্ন। উচ্চতা মাত্র দুই ফুট হলেও জ্ঞানের সর্বোচ্চ চূড়া স্পর্শ করার স্বপ্ন নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিলেন এমনই এক শিক্ষার্থী।

শনিবার (২২ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেন মুস্তাকিন আহমেদ। এদিন ২য় শিফটে (দুপুর ১টা থেকে ২টা) তার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

চট্টগ্রাম থেকে আসা এই তরুণের শারীরিক প্রতিবন্ধকতা তার উচ্চশিক্ষার স্বপ্নকে দমিয়ে রাখতে পারেনি। ছোটবেলা থেকেই শিক্ষা অর্জনের প্রতি তার ছিল প্রবল আগ্রহ। মুস্তাকিন বলেন, ‘আমি সবসময় চেয়েছি পড়াশোনা চালিয়ে যেতে এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে। বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন নিয়েই এখানে এসেছি।’

মুস্তাকিন আরও বলেন, ‘শারীরিক উচ্চতা আমার জন্য কখনো বাধা হয়ে দাঁড়ায়নি। আমি বিশ্বাস করি, মনের উচ্চতাই আসল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া আমার স্বপ্ন। আর সেই স্বপ্ন পূরণে আমি সর্বোচ্চ চেষ্টা করছি। সবার ভালোবাসা ও সহযোগিতা পেলে আমি আরও এগিয়ে যেতে পারব।’

ভর্তি পরীক্ষার হলে প্রবেশের সময় অনেক পরীক্ষার্থী ও অভিভাবকের নজর কাড়েন মুস্তাকিন। তার আত্মবিশ্বাস ও শিক্ষার প্রতি আগ্রহ দেখে সবাই মুগ্ধ হন। পরীক্ষার কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত বিএনসিসি’র পক্ষ থেকে তার জন্য বিশেষ সহায়তা দেওয়া হয়, যাতে তিনি নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারেন।

এ নিয়ে জবির বিএনসিসি ইনচার্জ তৌফিক বলেন, ‘বিশ্ববিদ্যালয় সব শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। মুস্তাকিনের মতো মেধাবী ও প্রতিভাবান শিক্ষার্থীরা আমাদের জন্য অনুপ্রেরণা।’

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

উচ্চতা টপ নিউজ মাপকাঠি মুস্তাকিন

বিজ্ঞাপন

ঝড়ো বৃষ্টিতেও থামেনি পাঠক
২২ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:১৬

আরো

সম্পর্কিত খবর