আউটসোর্সিং নিয়োগ প্রথা বাতিল করে চাকুরি স্থায়ীকরণের দাবি, সড়ক অবরোধ
২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪৮ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২০
ঢাকা: ঠিকাদার পদ্ধতি বাতিল করে চাকরি স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি, মাতৃত্বকালীণ ছুটিসহ বেশ কিছু দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধ করেছেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সদস্যরা। এতে পল্টন, সচিবালয় ও আশপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে তারা সড়ক অবরোধ করেন।
তারা বলেন, ‘অন্য একটি প্রতিষ্ঠানের মাধ্যমে তাদেরকে নিয়োগ দেওয়া হয়। এখানে তাদের ন্যয্য পারিশ্রমিক দেওয়া হয়না। তাই ঠিকাদারের মাধ্যমে নিয়োগ পদ্ধতি বাতিল করতে হবে। এছাড়া চাকরিতে স্থায়ীকরণ, বার্ষিক বেতন বৃদ্ধি, মাতৃত্বকালীন ছুটি ও কর্মঘণ্টা নির্ধারণ, বকেয়া বেতন পরিশোধসহ সকল বৈষম্য দূর করে দ্রুত প্রজ্ঞাপন জারি করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।’
এ সময় তাদের হাতে নানা শ্লোগান সম্বলিত প্লেকার্ড দেখা যায়। সেখানে লেখা দেখা গেছে “স্বাধীন দেশে দাস প্রথা মানিনা মানবোনা” “একই প্রতিষ্ঠানে দ্বৈত নীতি চলবেনা” এক দফা এক দাবী, মাস্টাররোল স্থায়ী চাই” “আবু সাঈদের বাংলায় সবাই স্থায়ী চাকুরি চায়।” আরও লেখা দেখা গেছে, “বেতন দিবে সরকার কোম্পানির কি দরকার”। সরকারি, স্বায়ত্তশাসিত দফতর, অধিদফতরের সব প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রকল্পে কর্মরতদের চাকরি স্থায়ী করার এক দফা দাবি জানান।
এরআগে, সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঠিকাদার পদ্ধতি বাতিল করে সব কর্মচারীকে স্ব স্ব প্রতিষ্ঠানে চাকরিতে স্থায়ীকরণসহ বিভিন্ন দাবিতে শান্তিপূর্ণ সমাবেশ করেছে সারাদেশ থেকে আগত সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে আউটসোর্সিং হিসেবে কর্মরত কয়েক হাজার কর্মকতা-কর্মচারী।
সারাবাংলা/জেআর/এসআর