Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আউটসোর্সিং কর্মীদের অবস্থান কর্মসূচিতে সাউন্ড গ্রেনেড-জলকামান

স্টাফ করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৩১ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫০

আউটসোর্সিং কর্মীদের অবস্থান কর্মসূচিতে জলকামান থেকে পানি নিক্ষেপ করা হয়। ছবি: সংগৃহীত

ঢাকা: চাকরি স্থায়ীকরণসহ বেশকিছু দাবিতে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মীরা রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধ করলে তাদের সরিয়ে দিতে জলকামান নিক্ষেপ করে পুলিশ। এরপর রাউন্ড সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করা হয়। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

বিকেল ৫টর দিকে দেখা যায়, শতাধিক সদস্যসহ দুটি জলকামান নিয়ে প্রস্তুত রয়েছে পুলিশ। বিপরীতে পাঁচ শতাধিক আউটসোর্সিং কর্মী প্রেস ক্লাবের সামনের সড়কে অবস্থান করছেন।

বিজ্ঞাপন

রমনা জোনের শাহবাগ থানার পেট্রোল ইন্সপেক্টর সরদার বুলবুল আহমেদ জানান, আন্দোলনকারীদের সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানানো হয় কিন্তু তারা না সরে যাওয়ায় এবং জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। ফলে জলকামান ব্যবহার করা হয়েছে।

এদিকে আন্দোলনকারীরা বলেন, দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা সড়ক ছাড়ব না। প্রয়োজনে আজ আমরা জীবন দেব, তবুও দাবি আদায় না করে ঘরে ফিরব না।

এদিন বিকেল ৩টার পর চাকরি স্থায়ীকরণের দাবিতে সড়ক অবরোধ করেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীরা। এতে তোপখানা সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ পথের যানবাহনগুলো শিক্ষা ভবন হয়ে সচিবালয়ের সামনে দিয়ে গুলিস্তান জিরো পয়েন্টের দিকে যাতায়াত করছে। ফলে ওই পথে যানবাহনের চাপ বাড়ে।

সারাবাংলা/এমএইচ/ইআ

আউটসোর্সিং কর্মী চাকরি স্থায়ীকরণ জলকামান

বিজ্ঞাপন

২২তম দিনে নতুন বই এলো ১৪৪টি
২২ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর