Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোটি টাকার ভারতীয় অলংকার উদ্ধার, আটক ২

লোকাল করেসপনডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪২

উদ্ধার হওয়া ভারতীয় রুপার গয়না

বেনাপোল: যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি এর দায়িত্বপূর্ণ এলাকা হতে এক কোটি সাতান্ন লাখ একুশ হাজার পাঁচশত টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় রুপার অলংকার উদ্ধার করেছে বিজিবি। এতে ২ জন পাচারকারী আটক হয়েছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) নাভারন মোড় থেকে এসব রুপার অলংকার উদ্ধার করা হয়।

আটকরা হলেন, যশোরের শার্শা থানার বাগছড়ার বাগড়ি গ্রামের মো. জাহাঙ্গীর কবির লিটন  (৪৮) এবং মো. মেহেদী হাসান (২৫)। তারা সম্পর্কে বাবা-ছেলে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি ও উপ অধিনায়ক মেজর ফারজিন ফাহিম জানান, দীর্ঘদিন যাবত স্বর্ণ, রুপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালান মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা অভিযান জোরদার করা হয়েছে।

এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে যশোর জেলার শার্শা থানার অন্তর্গত নাভারণ-সাতক্ষীরা মোড় এলাকায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ টহল দল সাতক্ষীরা থেকে ঢাকাগামী হামদান পরিবহন এর একটি বাস তল্লাশি করে স্কচটেপে মোড়ানো ছোট-বড় ৭১টি প্যাকেট উদ্ধার করে।

উদ্ধার হওয়া প্যাকেট হতে সর্বমোট এক কোটি সাতান্ন লাখ একুশ হাজার পাঁচশত টাকা মূল্যের ৭০ কেজি ৫০০ গ্রাম ভারতীয় বিভিন্ন প্রকার রুপার অলংকার উদ্ধার করে তারা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, তারা রুপার এই অলংকারগুলো ভারত হতে বাংলাদেশে পাচার করে নিয়ে এসেছেন।

আটক আসামিদেরকে শার্শা থানায় হস্তান্তর এবং উদ্ধার হওয়া অলংকারগুলো যশোর ট্রেজারী অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসডব্লিউ

বিজিবি বেনাপোল ভারতীয় রুপার অলংকার উদ্ধার শার্শা

বিজ্ঞাপন

২২তম দিনে নতুন বই এলো ১৪৪টি
২২ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর