Wednesday 16 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসিনার পতনে কৃতিত্ব সকলের: মির্জা ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪১ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

ঢাকা: হাসিনার পতন একদিনে হয়নি উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেক বছরের ত্যাগ ও সংগ্রাম আছে এর পেছনে। জুলাই বিপ্লব ও হাসিনার পতনে কৃতিত্ব সকলের।

শনিবার (২২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে এমন কথা লিখেছেন মির্জা ফখরুল ইসলাম। জুলাই বিপ্লবের কৃতিত্ব নিয়ে বিভিন্ন চর্চা শোনা যায়। বিভিন্নজন বিভিন্ন কৃতিত্বের দাবি তোলেন। একপক্ষ আবার অপরপক্ষের দাবি নিয়ে প্রশ্নও তোলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কৃতিত্ব দিলেন সকলকেই।

বিজ্ঞাপন

নিজের ফেসবুক পোস্টে বিএনপি মহাসচিব লিখেন, ‘১৯৭১ সালে স্বাধীন হওয়া এক দিনে ঘটেনি। মিলিয়ন মিলিয়ন মানুষ মারা গিয়েছিল, আহত হয়েছিল এবং অসংখ্য মানুষ আমাদের স্বাধীনতার জন্য লড়াই করেছেন। তাই আমরা এটি অর্জন করেছি। কৃতিত্ব সবার। হাসিনার পতন একদিনে ঘটেনি, এর পেছনে অনেক বছরের ত্যাগ ও সংগ্রাম আছে। হাজার হাজার মানুষ মারা গেছেন, আহত হয়েছেন, অপহৃত হয়েছেন। এর ফলস্বরূপ ২০২৪ সালের ৫ আগস্টে হাসিনা পলিয়ে গিয়েছেন।’

ফখরুল ইসলাম লিখেন, ‘কৃতিত্ব সবার: ছাত্র, সাধারণ মানুষ, ডাক্তার, রিকশাচালক, বিক্রেতা, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষক, পেশাদার, প্রবাসীরা, আমাদের বিদেশি বন্ধু, শিশু, প্রতিরক্ষা কর্মকর্তাগণ, এবং অবশ্যই রাজনীতিবিদরা।’

অনেক ত্যাগের পর বিজয় এসেছে। এখন দেশ পুনর্গঠনে মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল। তিনি লিখেন, ‘আমরা বিএনপির নেতাকর্মীরা, সবসময় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণের সঙ্গে ছিলাম এবং থাকবো। চলুন, আমাদের এই ইতিহাসটি- দৃঢ়তা, সততা এবং সত্যের সঙ্গে লিখি। এখন আমাদের দেশের পুনর্গঠনের দিকে মনোনিবেশ করি। সবার আগে বাংলাদেশ।

বিজ্ঞাপন

বাংলাদেশ জিন্দাবাদ।

সারাবাংলা/এসএইচএস

বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলগীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর