বসন্তের সন্ধ্যা ভিজল বৃষ্টিতে
২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫০ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪৫
ঢাকা: ঋতুতে এখন ফাল্গুন মাস, বইছে বসন্তের আমেজ। কিন্তু প্রকৃতি যেন এখনো শীতের দখলে। এরমধ্যেই দেখা দিল বৃষ্টি।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বিভিন্ন স্থানে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানীর মিরপুর, পল্লবী, আগারগাঁও, গুলশান এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। এর আগে দুপুরে যাত্রাবাড়ী, বাড্ডা, লিংক রোড ও গুলশানে শিলাবৃষ্টি হয়েছে বলে খবর পাওয়া গেছে।
সন্ধ্যায় হঠাৎ বৃষ্টির কারণে বিপাকে পড়েছেন পথচারীরা। হেঁটে যাওয়া যেমন কষ্টকর হয়ে দাঁড়িয়েছে, তেমনি মিলছে না যানবাহনও। সকাল থেকে ঢাকার আকাশে সূর্যের দেখা মিললেও দুপুর থেকে মেঘ জমতে শুরু করে। এরপর দুপুরে কোথাও কোথাও হঠাৎ করে বৃষ্টির খবর পাওয়া যায়।
আবহাওয়ার পূর্বাভাস জানিয়েছে, শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আর শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। রোববার (২৩ ফেব্রুয়ারি) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের অপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এ দিনও শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। আর তৃতীয় দিন সোমবার (২৪ ফেব্রুয়ারি) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুরাশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, এ সপ্তাহে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। এদিকে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিম বঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করতে।
সারাবাংলা/জেআর/এমপি