Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় মাদকবিরোধী অভিযানে ২৪ জন আটক


২১ জুন ২০১৮ ১৬:৪৩

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ২৪ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২ হাজার ৫০০ পুরিয়া হেরোইন, সাড়ে ৬ কেজি গাঁজা, ৫০ লিটার বাংলা মদ ও ৪০ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২১ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে শাঁখারি বাজার পোগজ স্কুল মাঠে এক সংবাদ সম্মেলনে ডিএমপির যুগ্ম কমিশনার (নিরাপত্তা) আব্দুর রাজ্জাক সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, মাদকবিরোধী অভিযান একটি চলমান প্রক্রিয়া। তারই অংশ হিসেবে রাজধানীর কোতোয়ালি থানার রাজার দেওরি, শাঁখারি বাজার ও বাসাবাড়ি লেন সুইপার কলোনি এলাকায় অভিযান চালানো হয়। মাদক বিক্রি ও সেবনের অপরাধে ২৪ জনকে আটক ও বিভিন্ন মাদক উদ্ধার করা হয়।

অভিযানে পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ ও ডগ স্কোয়াড অংশ নেয়।  চলমান অভিযানে মাদক গ্রহণকারী ও বিক্রেতা কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না বলে জানান আব্দুর রাজ্জাক। তিনি বলেন, প্রয়োজনে একই এলাকায় বারবার অভিযান পরিচালনা করা হবে। তবু ঢাকায় কাউকে মাদক নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ডিএমপির যুগ্ম কমিশনার আরো বলেন, অভিযানের পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশ মাদক নিয়ে জনসচেতনতামূলক কাজও করছে।

সারাবাংলা/ইউজে/টিআর

বিজ্ঞাপন

২০২৫ সালেই বার্সায় ফিরছেন মেসি?
১৬ জানুয়ারি ২০২৫ ১০:৩৫

আরো

সম্পর্কিত খবর