Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে গার্মেন্টস কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণ, মূল আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৭ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫২

মুন্সীগঞ্জ: জেলার সিরাজদিখান উপজেলার বালুরচরে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে এক গার্মেন্টস কর্মীকে (২৯) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বাদী হয়ে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী। পরে শুক্রবার রাতেই অভিযান চালিয়ে প্রধান আসামি নুরুল ইসলাম নুরুকে (৩৫) গ্রেফতার করে পুলিশ।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুল হক এসব তথ্য নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি দায় স্বীকার করেছেন।

বিজ্ঞাপন

ওসি জানান, ওই নারী বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে শুক্রবার সিরাজদিখান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে রাতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি নুরুল ইসলাম নুরুকে গ্রেফতার করে পুলিশ।

আসামি নুরু উপজেলার বালুচর ইউনিয়নের চর চসুমদ্দিন গ্রামের ওসমান গনির ছেলে।

মামলার এজাহারের বর্ণনার বরাতে ওসি জানান, ভুক্তভোগী নারী নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার একটি গার্মেন্টসের কর্মী। গত ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় কাজ শেষে অটোরিকশায় করে মুন্সিগঞ্জের বালুচরে স্বামীর কাছে ফিরছিলেন তিনি।

এ সময় বালুচর এলাকার ডিসি প্রজেক্টের সামনে পৌছামাত্র অভিযুক্ত মো. রহিম (৩২) ও মো. আরিফ সরকার (৩০) অটোরিকশা থামিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ওই নারীকে ধলেশ্বরী নদীর পাড়ে ঝোপঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, ‘গ্রেফতার হওয়া আসামিকে দুপুরে আদালতে নেওয়া হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।’

সারাবাংলা/এসডব্লিউ

ধর্ষণের অভিযোগ মুন্সিগঞ্জ

বিজ্ঞাপন

২২তম দিনে নতুন বই এলো ১৪৪টি
২২ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর