Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ অক্টোবরের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করুন: আহমেদ আযম

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২২ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ২১:২৩

নির্বাচনের তফসিল ঘোষণার দাবি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খানের। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো : ৫ অক্টোবরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে দক্ষিণ জেলা বিএনপির জনসমাবেশে তিনি এ দাবি জানান।

প্রধান অতিথির বক্তব্যে ৫ অক্টোবরের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়ে আহমেদ আযম খান বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে হাসিনা সরকারের পতনের পর বিএনপির নেতা-কর্মীরা ঘরে চলে গেছে। কিন্তু আজ আবার তাদের মাঠে নামতে হচ্ছে। কারণ, অন্তরবর্তী সরকার নির্বাচন না দিয়ে সংস্কারের নামে তালবাহানা শুরু করেছে। আর কোনো তালবাহানা নয়, যদি সংস্কারের নামে তালবাহানা করা হয় তাহলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’

নির্বাচন নিয়ে সরকারের ভেতরে-বাইরে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, ‘শেখ হাসিনা যেমন বলতো আগে উন্নয়ন তারপর গণতন্ত্র, ঠিক এখন ষড়যন্ত্রকারীরা বলছেন আগে সংস্কার তারপর নির্বাচন। ষড়যন্ত্রকারীদের বলবো, ৫ আগস্ট হাসিনার পতন থেকে শিক্ষা নিন।’

দলের নেতা-কর্মীদের উদ্দেশে বিএনপি নেতা আহমেদ আযম খান বলেন, ‘আমাদের আগামীর প্রতিপক্ষ সাংঘাতিক সুশৃঙ্খল। তাই আপনাদেরও সুশৃঙ্খল হতে হবে। গা ভাসিয়ে দিলে হবে না। সুশৃঙ্খলভাবে মানুষের কাছে গিয়ে ভোট ভিক্ষা করুন। মানুষের সন্তুষ্টিই হবে আগামী নির্বাচনে জয়ী হওয়ার একমাত্র নিয়ামক।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব মুহাম্মদ হেলাল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে দলটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ ও মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল, দক্ষিণ জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বক্তব্য দেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এমপি

অ্যাডভোকেট আহমেদ আযম খান জাতীয় সংসদ নির্বাচন তফসিল ঘোষণা বিএনপি

বিজ্ঞাপন

২২তম দিনে নতুন বই এলো ১৪৪টি
২২ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর