Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনের প্রাক হাওয়া
জামায়াতের ২১৩ আসনে প্রার্থী, তালিকা করছে অন্য দলগুলোও

আজমল হক হেলাল, স্পেশাল করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৫ ২১:০০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। লোগো কোলাজ: সারাবাংলা

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত না হলেও আগামী ডিসেম্বরে নির্বাচনের সম্ভাবনাকে সামনে রেখে দেশব্যাপী নির্বাচনি প্রাক হাওয়া বইতে শুরু করেছে। বিএনপি, জামায়াত ও বামধারার রাজনৈতিক দলগুলো নির্বাচনি আমেজ নিয়ে মাঠে নামতে শুরু করেছে। এমনকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে বলে জানা গেছে। তারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে চলতি মাসেই নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেবে বলে জানা গেছে। তবে সবগুলো রাজনৈতিক প্লাটফর্মের মধ্যে এগিয়ে আছে বা বাংলাদেশ জামায়াতে ইসলামী। তারা রাজনীতির মাঠে ব্যাপক সক্রিয় হয়েছে। দলটি এরই মধ্যে ২১৩ আসনে সম্ভাব্য প্রার্থীও ঠিক ফেলেছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

অপরদিকে বিএনপি ও বাম গণতান্ত্রিক জোট নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের সভা, সমাবেশ, গণসংযোগ ও সামাজিক অনুষ্ঠানে যোগদান দিচ্ছে। এছাড়া মাঠে নেতাকর্মীদের সচল রাখতে বিভিন্ন দলীয় কর্মসূচিও নিচ্ছে দলগুলো। বিশ্বস্ত সূত্র জানিয়েছে, বিএনপি শিগগিরই বর্ধিত সভা শেষ করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের মাঠে নামবে। তবে তার আগে দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরের আসনগুলোতে বিএনপির সম্ভাব্য দলীয় প্রার্থীরা গণসংযোগ শুরু করবেন। জাতীয় পার্টিও প্রাথমিক প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে। তারাও ৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে। তবে লেভেল প্লেইং ফিল্ড না হলে জাপা নির্বাচনে অংশ নেবে না বলেও জানিয়েছে দলটির একাধিক সূত্র।

বিজ্ঞাপন

আসন্ন নির্বাচন নিয়ে বাম গণতান্ত্রিক জোটের নেতা ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ সারাবাংলাকে বলেন, ‘নির্বাচনি প্রাক হওয়া শুরু হয়েছে। নির্বাচন এ বছরেই হতে হবে। না হয় দেশ ও জাতির জন্য খারাপ হবে। আমরা বামধারার রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করে বাম গণতান্ত্রিক জোটের পরিধি বড় করার প্রক্রিয়া অব্যাহত রেখেছি। এ ছাড়া, নির্বাচনের জন্য আমাদের মতো করে নির্বাচনের জন্য প্রার্থী তালিকা যাচাই-বাছাইয়ের কাজ শুরু করেছি।’

এদিকে গণতন্ত্র মঞ্চের শরিক দলগুলো দলীয়ভাবে নাকি বিএনপির সঙ্গে নির্বাচনি জোটে যাবে সে বিষয় শিগগিরই বৈঠক করবে তারা। তার আগে গণতন্ত্র মঞ্চের নেতা মাহামুদুর রহমান মান্না, সাইফুল হক ও আবুল হাসান রুবেল চীন সফরে যাবেন। চীন থেকে ফেরার পর তাদের এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে সারাবাংলার এই প্রতিবেদকে জানান গণতন্ত্রমঞ্চের নেতা রফিকুল ইসলাম বাবলু। গণতন্ত্র মঞ্চের আরেক নেতা ও বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক মো. সাইফুল হক সারাবাংলাকে বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণ গণতন্ত্র মঞ্চের ব্যানারে হবে কিনা তা এখনো চূড়ান্ত হয়নি।’

তবে খোঁজ নিয়ে জানা গেছে, জামায়াতে ইসলামী নির্বাচনি প্রস্তুতির অংশ হিসেবে যোগ্য প্রার্থী বাছাই কার্যক্রম শেষ করেছে। নির্বাচনের তফসিল ঘোষণা হলেই জামায়াত তাদের প্রার্থীদের নাম ঘোষণা করবে বলে দলটির বিভাগীয় নেতা জানিয়েছেন। এসব বিষয় নিয়ে জমায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আবু তাহের ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে জেলা পর্যায়ের একজন নেতা নাম গোপন রাখার শর্তে বলেন, ‘সম্ভাব্য প্রার্থীদের একটি তালিকা করা হয়েছে। সেখানে আমার নাম আছে। তাই আমি এলাকায় গণসংযোগ করছি।’

ঢাকা বিভাগে জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীরা হলেন

১. ঢাকা ৬- ড. আব্দুল মান্নান
২. ঢাকা ৭- হাজী হাফেজ মো. এনায়েতুল্লাহ
৩. ঢাকা ৮ – ড. অ্যাডভোকেট হেলাল উদ্দিন
৪. ঢাকা ১০- অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার
৫. ঢাকা ১১- অ্যাডভোকেট আতিকুর রহমান
৬. ঢাকা ১২- সাইফুল আলম খান মিলন (নির্বাহী)
৭. ঢাকা ১৩ – ডা. মু. মোবারক হোসাইন
৮. ঢাকা ১৪- ব্যারিস্টার আরমান
৯. ঢাকা ১৫- ডা. শফিকুর রহমান (আমিরে জামায়াত)
১০. ঢাকা ১৬ – আব্দুল বাতেন
১১. ঢাকা ১৮- প্রিন্সিপাল আশরাফুল হক
১২. শরীয়তপুর-১ (পালং-জাজিরা) ড. মোশাররফ হোসেন মাসুদ তালুকদার
১৩. শরীয়তপুর-২ (নড়িয়া ও সখিপুর) অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল
১৪. শরীয়তপুর-৩ (ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট) মোহাম্মদ আজহারুল ইসলাম
১৫. ফরিদপুর-১ ইলিয়াছ মোল্লা
১৬. ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) মাওলানা সোহরাব হোসেন
১৭. ফরিদপুর-৩ অধ্যাপক আব্দুত তাওয়াব
১৮. ফরিদপুর-৪ (ভাংগা, সদরপুর ও চরভ্রদাসন) মাওলানা সরোয়ার হোসেনকে
১৯. গোপালগঞ্জ ১ আসনে (মুকসুদপুর- কাশিয়ানী আংশিক) আশরাফ ফারুকী
২০. মাদারীপুর-৩ মো. রফিকুল ইসলাম
২১. মানিকগঞ্জ ১ (ঘিওর, দৌলতপুর, শিবালয়) ডা. আবু বকর সিদ্দিক
২২. মানিকগঞ্জ ৩ (সদর-সাটুরিয়া) অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসাইন
২৩. গাজীপুর-২ (গাজীপুর সিটির একাংশ ও টঙ্গী) নায়েবে হোসেন আলী
২৪. গাজীপুর-৩ (শ্রীপুর) গাজীপুর জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য জাহাঙ্গীর আলম
২৫. গাজীপুর-৪ (কাপাসিয়া ও সদর উপজেলা একাংশ) সভাপতি অধ্যক্ষ সালাহউদ্দিন আইউবী
২৬. গাজীপুর-৫ (কালীগঞ্জ ও সদর উপজেলার) মহানগর নায়েবে আমির খায়রুল হাসান
২৭. টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) অধ্যক্ষ মন্তাজ আলী
২৮. টাঙ্গাইল-২ (ভুঞাপুর-গোপালপুর) হুমায়ূন কবীর
২৯. টাঙ্গাইল-৩ (ঘাটাইল) হুসনে মোবরক বাবুল
৩০. টাঙ্গাইল-৪ (কালিহাতী) প্রফেসর খন্দকার আব্দুর রাজ্জাক
৩১. টাঙ্গাইল-৫ (টাঙ্গাইল সদর) আহসান হাবীব মাসুদ
৩২. টাঙ্গাইল-৬ (বাসাইল-সখীপুর) শফিকুল ইসলাম খান
৩৩. টাঙ্গাইল-৭ (মির্জাপুর) অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার
৩৪. টাঙ্গাইল-৮ (দেলদুয়ার-নাগরপুর): ডাক্তার আব্দুল হামিদ
৩৫. কিশোরগঞ্জ-১ মোসাদ্দেক আলী ভূঁইয়া
৩৬. কিশোরগঞ্জ-২ শফিকুল ইসলাম
৩৭. কিশোরগঞ্জ-৪ মোহাম্মদ রোকন রেজা
৩৮. কিশোরগঞ্জ-৫ রমজান আলী
৩৯. কিশোরগঞ্জ-৬ কবির হোসেন
৪০. নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আনোয়ার হোসাইন মোল্লা
৪১. নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) অধ্যাপক ইলিয়াস মোল্লা
৪২. নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) নির্বাচন ড. ইকবাল হোসাইন ভুঁইয়া
৪৩. নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে
৪৪. নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে মাওলানা মঈনুদ্দিন আহমেদ।

সিলেট বিভাগ

৪৫. সিলেট-১ আসনে এহসানুল মাহবুব জুবায়ের
৪৬. সিলেট-২ প্রফেসর এম এ হান্নান
৪৭. সিলেট-৩ মাওলানা লোকমান আহমদ
৪৮. সিলেট-৪ জয়নাল আবেদীন
৪৯. সিলেট-৫ হাফেজ আনোয়ার হোসেন খান
৫০. সিলেট-৬ আসনে সেলিম উদ্দিন
৫১. মৌলভীবাজার-১ মাওলানা আমিনুল ইসলাম
৫২. মৌলভীবাজার-২ মো. শাহেদ আলী
৫৩. মৌলভীবাজার-৩ মো. আবদুল মান্নান
৫৪. মৌলভীবাজার-৪ আসনে মো. আবদুর রব
৫৫. হবিগঞ্জ-১ আসনে মো. শাহজাহান আলী
৫৬. হবিগঞ্জ-২ শেখ জিল্লুর রহমান আজমী
৫৭. হবিগঞ্জ-৩ অধ্যক্ষ কাজী মহসিন আহমেদ
৫৮. হবিগঞ্জ-৪ আসনে কাজী মাওলানা মুখলিছুর রহমান
৫৯. সুনামগঞ্জ-১ মাওলানা তোফায়েল আহমেদ খান
৬০. সুনামগঞ্জ-২ আইনজীবী শিশির মনির
৬১. সুনামগঞ্জ-৩ অ্যাডভোকেট ইয়াছিন খান
৬২. সুনামগঞ্জ-৪ মুহাম্মদ শামসউদ্দীন
৬৩. সুনামগঞ্জ-৫ অধ্যক্ষ মাওলানা আবদুস সালাম আল মাদানী

ময়মনসিংহ বিভাগ

৬৪. নেত্রকোনা-১ (দূর্গাপুর-কলামাকান্দা) আসনে অধ্যাপক মাওলানা আবুল হাশেম
৬৫. নেত্রকোনা-২ (সদর-বারহাট্রা) আসনে অধ্যাপক মাওলানা এনামূল হক
৬৬. নেত্রকোনা-৩ (আটপাড়া কেন্দুয়া) আসনে দেলাওয়ার হোসেন সাইফুল
৬৭. নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) অধ্যাপক আল হেলাল তালুকদার
৬৮. নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে অধ্যাপক মাসুম মোস্তফা
৬৯. শেরপুর-১ হাফেজ রাশেদুল ইসলাম
৭০. শেরপুর-২ মু. গোলাম কিবরিয়া ভিপি
৭১. শেরপুর-৩ আসনে আলহাজ নুরুজ্জামান বাদল
৭২. জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে মো. আব্দুল আওয়াল
৭৩. ময়মনসিংহ-১ মাহফুজুর রহমান
৭৪. ময়মনসিংহ-২ মাহবুব মন্ডল
৭৫. ময়মনসিংহ-৩ মাওলানা বদরুজ্জামান
৭৬. ময়মনসিংহ-৪ কামরুল আহসান
৭৭. ময়মনসিংহ-৫ মতিউর রহমান আকন্দ
৭৮. ময়মনসিংহ-৬ কামরুল হাসান
৭৯. ময়মনসিংহ-৭ আসাদুজ্জামান
৮০. ময়মনসিংহ-৮ মঞ্জুরুল হক
৮১. ময়মনসিংহ-১০ ইসমাইল হোসেন
৮২. ময়মনসিংহ-১১ আসনে সাইফ উল্লাহ পাঠান

বরিশাল বিভাগ

৮৩. বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) জেলা মজলিশে শূরার সদস্য মাওলানা কামরুল ইসলাম
৮৪. বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে জেলা নায়েবে আমির মাস্টার আব্দুল মান্নান
৮৫. বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে মহানগর জামায়াতের আমির জহিরউদ্দিন মু. বাবর
৮৬. বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে জেলা সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুন্নবী
৮৭. বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করেনি দলটি
৮৮. পিরোজপুর-১ (ইন্দুরকানী-সদর-নাজিরপুর) আসনে মাসুদ সাঈদী
৮৯. পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-স্বরূপকাঠী) আসনে শামীম সাঈদী
৯০. পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে প্রার্থী করা হয়েছে আব্দুল জলিল
৯১. ঝালকাঠি-২ (নলছিটি-ঝালকাঠি) আসনে শেখ নেয়ামুল করিম
৯২. পটুয়াখালী-১ (সদর-দুমকি-মীর্জাগঞ্জ) আসনে জেলা আমির নাজমুল আহসান,
৯৩. পটুয়াখালী-২ (বাউফল) ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ
৯৪. পটুয়াখালী-৩ (গলচিপা-দশমিনা) আসনে সাবেক জেলা আমির অধ্যাপক শাহ আলম
৯৫. পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) কলাপাড়া উ. আমির মাওলানা আব্দুল কাইয়ুম
৯৬. বরগুনা-১ (সদর-আমতলী-তালতলী) জেলা আমির মাওলানা মহিবুল্লাহ হারুন
৯৭. বরগুনা-২ (বামনা-বেতাগী-পাথরঘাটা) সাবেক মজলিশে শুরা সদস্য ডা. সুলতান আহম্মেদ
৯৮. ভোলা-১ (সদর) আসনে অধ্যক্ষ মাওলানা মো. নজরুল ইসলাম
৯৯. ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) মাওলানা ফজলুল করিম
১০০. ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) মাওলানা মোস্তফা কামাল

খুলনা বিভাগ

১০১. খুলনা-১ শেখ আসনে আবু ইউসুফ
১০২. খুলনা-২ অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল
১০৩. খুলনা-৩ অধ্যাপক মাহফুজুর রহমান
১০৪. খুলনা-৪ অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম
১০৫. খুলনা-৫ অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
১০৬. খুলনা-৬ মাওলানা আবুল কালাম আজাদ
১০৭. ঝিনাইদহ-১ এ এস এম মতিয়ার রহমান
১০৮. ঝিনাইদহ-২ অধ্যাপক আলী আজম মো. আবু বকর
১০৯. ঝিনাইদহ-৩ অধ্যাপক মতিউর রহমান
১১০. ঝিনাইদহ-৪ মাওলানা আবু তালেব
১১১. কুষ্টিয়া-১ উপাধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দিন
১১২. কুষ্টিয়া-২ মো. আব্দুল গফুর
১১৩. কুষ্টিয়া-৩ ফরহাদ হুসাইন
১১৪. কুষ্টিয়া-৪ আফজাল হোসাইন
১১৫. সাতক্ষীরা-১ অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ
১১৬. সাতক্ষীরা-২ মুহাদ্দিস আব্দুল খালেক
১১৭. সাতক্ষীরা-৩ মুহাদ্দিস রবিউল বাশার
১১৮. সাতক্ষীরা-৪ গাজী নজরুল ইসলাম
১১৯. মেহেরপুর-১ মাওলানা তাজউদ্দিন খান
১২০. মেহেরপুর-২ আসনে মো. নাজমুল হুদা
১২১. নড়াইল-২ আসনে আতাউর রহমান বাচ্চু
১২২. চুয়াডাঙ্গা-১ আসনে অ্যাড. মাসুদ পারভেজ
১২৩. বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লারহাট-চিতলমারী) অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান
১২৪. বাগেরহাট-২ (বাগেরহাট সদর-কচুয়া) শেখ মঞ্জুরুল হক রাহাদ
১২৫. বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ
১২৬. বাগেরহাট-৪ (মোড়েলগঞ্জ-শরণখোলা) অধ্যক্ষ আব্দুল আলিম
১২৭. যশোর-১ (শার্শা) আসনে মাওলানা আজিজুর রহমান
১২৮. যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের প্রার্থী মাওলানা আরশাদুল আলম
১২৯. যশোর-৩ জেলা সদরের আব্দুল কাদের
১৩০. যশোর-৪ (বাঘারপাড়া, অভয়নগর ও বসুন্দিয়া) আসনের প্রার্থী অধ্যাপক গোলাম রসুল
১৩১. যশোর-৫ (মণিরামপুর) আসনের প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক
১৩২. যশোর-৬ (কেশবপুর) আসনের প্রার্থী অধ্যাপক মোক্তার আলী।

রাজশাহী বিভাগ-৬

১৩৩. রাজশাহী-১ সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান
১৩৪. রাজশাহী-৩ অধ্যাপক আবুল কালাম আজাদ
১৩৫. রাজশাহী-৪ ডা. আবদুল বারী সরদার
১৩৬. রাজশাহী-৫ নুরুজ্জামান লিটন
১৩৭. রাজশাহী-৬ অধ্যাপক নাজমুল হক
১৩৮. সিরাজগঞ্জ-১ মাওলানা শাহীনুর আলম
১৩৯. সিরাজগঞ্জ-২ অধ্যাপক জাহিদুল ইসলাম
১৪০. সিরাজগঞ্জ-৪ সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান
১৪১. সিরাজগঞ্জ-৫ অধ্যক্ষ আলী আলম
১৪২. সিরাজগঞ্জ-৬ অধ্যাপক মিজানুর রহমান
১৪৩. নওগাঁ-১ আসনে অধ্যক্ষ মাহবুবুল হক
১৪৪. নওগাঁ-২ ইঞ্জিনিয়ার এনামুল হক
১৪৫. নওগাঁ-৪ খন্দকার মুহাম্মদ আব্দুর রাকিব
১৪৬. নওগাঁ-৫ অ্যাডভোকেট আ স ম সায়েম
১৪৭. নওগাঁ-৬ আসনে মোহাম্মদ খবিরুল ইসলাম
১৪৮. বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) অধ্যক্ষ শাহাবুদ্দীন
১৪৯. বগুড়া-২ (শিবগঞ্জ) শাহাদাতুজ্জামান
১৫০. বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) অধ্যক্ষ মাওলানা তায়েব আলী
১৫১. বগুড়া-৫ (শেরপুর-ধুনট) দবিবুর রহমান
১৫২. বগুড়া -৬ (সদর) আবিদুর রহমান সোহেল
১৫৩. জয়পুরহাট-১ (জয়পুরহাট সদর-পাঁচবিবি) ডা. ফজলুর রহমান সাঈদ
১৫৪. জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল এবং আক্কেলপুর) এস. এম. রাশেদুল আলম সবুজ।
১৫৫. নাটোর-১ আসনে মো. আবুল কালাম আজাদ
১৫৬. নাটোর-২ আসনে অধ্যাপক মো. ইউনুস আলী
১৫৭. নাটোর-৩ আসনে প্রফেসর সাইদুর রহমান
১৫৮. নাটোর-৪ আসনে মাওলানা আব্দুল হাকিম
১৫৯. চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে ড. কেরামত আলী
১৬০. চাঁপাইনবাবগঞ্জ-২ ড. মিজানুর রহমান
১৬১. চাঁপাইনবাবগঞ্জ-৩ নুরুল ইসলাম বুলবুল
১৬২. পাবনা-১ ব্যারিস্টার নাজিব মোমেন
১৬৩. পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আবু তালেব মন্ডল
১৬৪. পাবনা-৫ মো. ইকবাল হোসেন

রংপুর বিভাগ

১৬৫. দিনাজপুর-১ মো. মতিউর রহমান
১৬৬. দিনাজপুর-২ অধ্যক্ষ মাওলানা এ কে এম আফজালুল আনাম
১৬৭. দিনাজপুর-৩ অ্যাডভোকেট ময়নুল আলম
১৬৮. দিনাজপুর-৪ মো. আফতাব উদ্দিন মোল্লা
১৬৯. দিনাজপুর-৫ শিক্ষাবিদ মো. আনোয়ার হোসেন
১৭০. দিনাজপুর-৬ আসনে মো. আনোয়ারুল ইসলাম
১৭১. গাইবান্ধা- ১ (সুন্দরগঞ্জ) মাজেদুর রহমান
১৭২. গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) মাওলানা নজরুল ইসলাম
১৭৩. গাইবান্ধা-৪ (গোবিন্ধগঞ্জ) ডা. আবদুর রহীম
১৭৪. পঞ্চগড়-১ অধ্যাপক ইকবাল হোসেন
১৭৫. পঞ্চগড়-২ মো. সফিউল্লাহ সুফি
১৭৬. রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে মাওলানা মো. নুরুল আমিন
১৭৭. নীলফামারী- ২ আসনে মো. মনিরুজ্জামান মন্টু
১৭৮. ঠাকুরগাঁও-১ (সদর) আসনে দেলাওয়ার হোসেন
১৭৯. ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গী-হরিপুর-রানীশংকৈলের একাংশ) মাওলানা আব্দুল হাকিম
১৮০. ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ- রানীশংকৈলের একাংশ) অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান
১৮১. কুড়িগ্রাম-২ আসনে অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার
১৮২. কুড়িগ্রাম-৩ আসনে ব্যারিস্টার মাহবুব আলম সালেহী
১৮৩. কুড়িগ্রাম- ৪ (চিলমারী,রৌমারী,রাজিবপুর) মোস্তাফিজুর রহমান মোস্তাক

চট্টগ্রাম বিভাগ

১৮৪. চট্টগ্রাম-১ (মীরসরাই) অ্যাডভোকেট সাইফুর রহমান
১৮৫. চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) অধ্যক্ষ নুরুল আমিন
১৮৬. চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আলাউদ্দিন শিকদার
১৮৭. চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আনোয়ারুল সিদ্দিকী
১৮৯. চট্টগ্রাম-৫ (হাটহাজারী) ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম,
১৯০. চট্টগ্রাম-৬ (রাউজান) শাহজাহান মঞ্জুর
১৯১. চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) অধ্যক্ষ আমিরুজ্জামান
১৯২. চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) ডা. আবু নাসের
১৯৩. চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) ডা. ফজলুল হক
১৯৪. চট্টগ্রাম-১০ (খুলশী-পাহাড়তলী–হালিশহর) অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী
১৯৫. চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) শফিউল আলম
১৯৬. চট্টগ্রাম-১২ (পটিয়া) ইঞ্জিনিয়ার লোকমান
১৯৭. চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) অধ্যাপক মাহমুদুল হাসান
১৯৮. চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) ডা. শাহাদৎ হোসাইন
১৯৯. চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) শাহজাহান চৌধুরী
২০০. চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে জহিরুল ইসলাম
২০১. কক্সবাজার-১ আবদুল্লাহ আল ফারুক
২০২. কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) স: সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ
২০৩. কক্সবাজার-৩ শহীদুল আলম বাহাদুর
২০৪. কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারি
২০৫. কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-সদর দক্ষিণ-লালমাই) মোহাম্মদ ইয়াছিন আরাফাত
২০৬. কুমিল্লা-১১ সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের
২০৭. ফেনী-৩ (সোনাগাজী-দাগনভুঞা): ডা.ফখরুদ্দিন মানিক
২০৮. লক্ষীপুর-২ (রায়পুর-সদর আংশিক) মাস্টার রুহুল আমীন
২০৯. খাগড়াছড়ি ২৯৮ এয়াকুব আলী চৌধুরী
২১০. রাঙামাটি ২৯৯ অ্যাডভোকেট মোখতার আহমেদকে
২১১. বান্দরবান ৩০০ আসনে অ্যাডভোকেট আবুল কালাম।
[বাকি ২টি আসনের তালিকা পাওয়া যায়নি]

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

জাতীয় পার্টি ত্রয়োদশ সংসদ নির্বাচন নির্বাচন প্রার্থী বাম দল বিএনপি

বিজ্ঞাপন

২২তম দিনে নতুন বই এলো ১৪৪টি
২২ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর