বজ্রপাতে ছোট ভাইয়ের মৃত্যু, বড় ভাই আহত
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩৮ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ২২:০৩
২২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩৮ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ২২:০৩
মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়ায় সরিষা খেতে কাজ করার সময় বজ্রপাতে জাহিদ হাসান (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের বড় ভাই জাকির হোসেন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদ হাসান ও আহত জাকির হোসেন উপজেলার তিল্লী এলাকার শাহাজ উদ্দিনের ছেলে।
পুলিশ জানান, সন্ধ্যার আগে সরিষা আনতে বাড়ির পাশে সরিষা খেতে যায় জাকির হোসেন ও তার ছোট ভাই জাহিদ হাসান। এ সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাতে ছোট ভাই জাহিদ হাসান ঘটনাস্থলে মারা যায়। বড় ভাই জাকির হোসেন গুরুতর আহত হন।
সাটুরিয়া অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুল ইসলাম, ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। আহত জাকির হোসেন মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সারাবাংলা/এসআর