বাংলাদেশের ২ সদস্যের প্রতিষ্ঠানে ২৯ মিলিয়ন ডলার অনুদান, ট্রাম্পের সমালোচনা
২২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩৬ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ২১:২৪
বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ শক্তিশালী করার জন্য একটি সংস্থাকে ২৯ মিলিয়ন ডলার বা প্রায় ৩ কোটি টাকা তহবিলের কঠোর সমালোচনা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেন, মাত্র দুই জনের একটি ছোট প্রতিষ্ঠানকে এ অনুদান দেওয়া হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন এ তথ্য দেওয়া হয়। স্থানীয় সময় শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দেশটির গভর্নরদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প এই অভিযোগ তুলেছেন।
বাংলাদেশে রাজনৈতিক পরিবেশ শক্তিশালী করার লক্ষ্যে ইউএসএআইডির ২৯ মিলিয়ন ডলার অনুদানের কঠোর সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, মাত্র দুইজন কর্মী থাকা একটি নাম না জানা ছোট্ট প্রতিষ্ঠানের হাতে গেছে এই অনুদান।
তিনি বলেন, ‘২৯ মিলিয়ন ডলার এমন একটি ফার্মে গেছে যার নাম কেউ কখনও শোনেনি। ২৯ মিলিয়ন ডলার পেয়েছে! তারা একটি চেক পেয়েছে। ভাবা যায়? তোমার একটা ছোট্ট প্রতিষ্ঠান আছে, এখান থেকে ১০ হাজার ডলার, ওখান থেকে ১০ হাজার ডলার করে পায়, আর তারপর হঠাৎ যুক্তরাষ্ট্রের সরকার থেকে ২৯ মিলিয়ন ডলার পেয়ে যায়! ওই প্রতিষ্ঠানে মাত্র দুজন লোক কাজ করে। আমার মনে হয়, তারা খুব খুশি, খুব ধনী হয়ে গেছে। শিগগিরই তারা একটা নামকরা বিজনেস ম্যাগাজিনের কভারে চলে আসবে।
এ ছাড়া ভারতে ভোটদানে উৎসাহিত করতে ২১ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে বলেও দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আর ২১ মিলিয়ন ডলার যাচ্ছে (গেছে) আমার বন্ধু প্রধানমন্ত্রী মোদির কাছে ভোটারদের ভোটকেন্দ্রে আনার জন্য। আমরা ভারতকে এজন্য ২১ মিলিয়ন ডলার দিচ্ছি। আমাদের ব্যাপারে কী? আমিও ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি চাই।
বিভিন্ন দেশকে সহায়তা দেওয়ার মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য ইউএসএআইডির ওপর ট্রাম্পের চলমান প্রতিক্রিয়ার মধ্যে তিনি এসব কথা বলেন।
সারাবাংলা/এইচআই