Monday 27 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবিতে মুজিব পরিবারের নামে থাকা হল-স্থাপনার নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত

চবি করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৫৭ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৩১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমানের পরিবারের নামে থাকা পাঁচটি হল এবং জিমনেসিয়াম ও উদ্যানের নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ৫৫৯তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলাম বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন।

হলগুলোর মধ্যে- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নামের পরিবর্তে শহিদ ফরহাদ হোসেন হল, আবু ইউসুফ ভবনের (দ্বিতীয় কলা ও মানববিদ্যা অনুষদ ভবন) নামের পরিবর্তে শহিদ হৃদয় তরুয়া ভবন, শেখ হাসিনা হলের নামের পরিবর্তে বিজয় ২৪ হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নামের পরিবর্তে নবাব ফয়জুন্নেছা হল এবং শেখ কামাল জিমনেসিয়ামের পরিবর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জিমনেসিয়াম রাখার সিদ্ধান্ত হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া বঙ্গবন্ধু উদ্যানের নাম পরিবর্তন করে ‘জুলাই বিপ্লব উদ্যান’ রাখার সিদ্ধান্ত হয়।

সারাবাংলা/এমআর/পিটিএম