Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনগণের সমর্থন নেই এমন কাজ বিএনপি করে না: তারেক রহমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৩৯ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ০০:৩২

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

যশোর: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে ৩১ দফা ঘোষণা করেছিল। বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে সবার আগে দেশ পুনর্গঠন করবে। জনগণের সমর্থন নেই এমন কোনো কাজ বিএনপি করে না।

শনিবার (২২ফেব্রুয়ারি) যশোর জেলা বিএনপির সম্মেলনে শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তারেক রহমান বলেন, ‘এখন অনেকেই সংস্কারের কথা বলছেন। কিন্তু বিএনপি আড়াই বছর আগে ৩১ দফা ঘোষণা করে দেশ পুনর্গঠনের কথা বলেছে। আজ যারা এসব কথা বলছেন, সে সময় অনেকেই ছিলেন না। বলতেই পারেন, কিন্তু রাজপথের লড়াইয়ে বিএনপি ছিল ১৬-১৭ বছর।’

তিনি বলেন, ‘আমাদের ৬০ লাখ লোকের নামে অজস্র মিথ্যা মামলা হয়েছে। পৃথিবীতে অনেক দেশ আছে যাদের ৬০ লাখ জনসংখ্যাও নেই। আমাদের এত বড় দলে কেউ কেউ লোভের বশবর্তী হয়ে ভুল করে, আমরা তাদেরকে ক্ষমা করিনি। বহুজনকে দল থেকে বহিষ্কার করেছি। তারপরও অনেকেই দুর্নাম দেওয়ার চেষ্টা করছে। বিভ্রান্ত হয়ে অনৈতিক কাজে জড়িয়ে পড়া নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই বিএনপির বিরুদ্ধে কারো অপপ্রচারে বিভ্রান্ত হবেন না।’

তিনি আরও বলেন, ‘বিএনপির রাজনীতির মূল লক্ষ্য জনগণ ও দেশ। তাই ভেঙে পড়া রাষ্ট্রকে পুনর্গঠন করা বিএনপির পক্ষে সম্ভব। আমরা ও সমমনা আর কয়েকটি দল স্বৈরশাসকের বিররুদ্ধে একযোগে লড়াই করেছি।’

তারেক রহমান বলেন, ‘যে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা বিগত ১৭ বছর আন্দোলন করেছি, সেই স্বৈরাচার আজ পলাতক। তারা বিভিন্নভাবে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। ষড়যন্ত্রকারীরা কিন্তু বসে নেই। দেশের মানুষকে যদি রক্ষা করতে হয়, সর্বোপরি বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, তাহলে আমাদের সবাইকে যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

বিজ্ঞাপন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আমাদের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে। আমরা বসব, আলোচনা করব। এক আলোচনায় শেষ না হলে আবার আলোচনায় বসব। আলোচনার মাধ্যমেই আমরা সমস্যার সমাধার খুঁজে বের করব। আমাদের অনেক কাজ। দেশকে পুনর্গঠনের কাজ।’

যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম সম্মেলনে সভাপতিত্ব করেন। উদ্বোধন করেন বিএনপি চেরায়পার্সনের উপদেষ্টা আমন উল্লাহ আমান। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকনের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু,  সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু ও সাবেক দফতর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি প্রমুখ।

সারাবাংলা/এইচআই

তারেক রহমান বিএনপি যশোর

বিজ্ঞাপন

২২তম দিনে নতুন বই এলো ১৪৪টি
২২ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর