অপারেশন ডেভিল হান্ট: ১৫ দিনে গ্রেফতার ৮ হাজার
২২ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:১২
ঢাকা: সারাদেশে অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় ৭৬৯ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ নিয়ে গত ১৫ দিনে মোট ৮ হাজার ৭৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় গত ২৪ ঘণ্টায় আরও ৭৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে। আর অন্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেফতার করা হয়েছে ৫৭২ জনকে। মোট গ্রেফতার হয়েছেন ১ হাজার ৩৪১ জন।
উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় ছাত্র-জনতা হতাহত হন। ছাত্রদের অভিযোগ ওই হামলা আওয়ামী লীগ করেছেন। এ ঘটনায় গুরুতর আহত কাশেম খান নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনার পর দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থার শীর্ষ কর্মকর্তারা বৈঠক করেন। এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে বিশেষ অভিযান শুরু হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এই অভিযান চলমান থাকবে এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা হবে।
সারাবাংলা/এমএইচ/এইচআই