Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারা পৃথিবীর বিপ্লবের প্রতীক শহিদ আবু সাঈদ: মাহমুদুর রহমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:১৬

একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। ছবি: সারাবাংলা

রংপুর: একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, ২০২৪ সালের ১৬ জুলাই আবু সাঈদ জীবন দিয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার পরিস্থিতি তৈরি করেছেন। এখন থেকে শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর বিপ্লবের প্রতীক হয়ে দাঁড়িয়ে গেছেন শহিদ আবু সাঈদ। বিপ্লবের প্রেরণা হিসেবে আগামী প্রজন্ম ‘চে গুয়েভারা’ নয়, আবু সাঈদের ছবি আঁকা গেঞ্জি গায়ে দেবে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে শহিদ আবু সাঈদ বইমেলার সমাপনী দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মাহমুদুর রহমান বলেন, ‘আবু সাঈদ জীবন দিয়ে বাঙালির মন থেকে ভয় উড়িয়ে দিয়েছেন।’ তিনি বলেন, ‘ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের সব বিপ্লবে ছাত্ররা অগ্রণী ভূমিকা রেখেছে।’

সকলের সম্মিলিত প্রচেষ্টায় বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারলেই আবু সাঈদের আত্মত্যাগ স্বার্থক হবে বলেও উল্লেখ করেন তিনি।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী আলোচনা সভায় সভাপতিত্ব করেন। সভা শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা শহিদ আবু সাঈদ বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন উদ্যোগে প্রথমবারের মতো পাঁচ দিনের এই বইমেলা ১৮ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়।

সারাবাংলা/পিটিএম

মাহমুদুর রহমান শহিদ আবু সাঈদ

বিজ্ঞাপন

২২তম দিনে নতুন বই এলো ১৪৪টি
২২ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর