কুয়েটের শিক্ষার্থীদের ওপর হামলায় গ্রেফতার ৪
২২ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:২৩
খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি ও যুবদলের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে পুলিশের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। এর আগে গতকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি) তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
গ্রেফতার চার জন হলেন- বিএনপি নেতা আবদুল করিম মোল্লা, যুবদল নেতা আনোয়ার হোসেন, ইব্রাহিম হাওলাদার ও বিএনপির সর্মথক শফিকুল।
মামলার তদন্ত কর্মকর্তা খানজাহান আলী থানার এসআই রকিবুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের সংঘর্ষে প্রায় শতাধিক শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা পরিদর্শক মনিরুজ্জামান লিটন বাদী হয়ে অজ্ঞাত পরিচয় পাঁচশ জনকে আসামি করে ১৯ ফেব্রুয়ারি মামলা করেন।
সারাবাংলা/পিটিএম