বইমেলায় এসেছে ‘যে মৃত্যু বিপ্লবী সে ধ্রুপদী’
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ০০:১৭
অমর একুশে বইমেলা ২০২৫-এ পাওয়া যাচ্ছে যৌথ কাব্যগ্রন্হ ‘যে মৃত্যু বিপ্লবী সে ধ্রুপদী’। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেন্টার, প্যারিস, ফ্রান্স’র সম্পাদনায় বইটি প্রকাশ হয়েছে।
দেশের প্রাচীন পাবলিকেশন্স ‘স্টুডেন্ট ওয়েজ’র ১০ নম্বর প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে বইটি। বইটি প্রকাশ করেছে ‘বর্ষা দুপুর’ আর প্রচ্ছদ করেছেন সোহানুর রহমান অনন্ত। ‘দীর্ঘ ফ্যাসিবাদের আমলে যারা শহিদ হয়েছেন (২৪’র শহিদ) ও যারা পঙ্গুত্ব বরণ করেছেন’ কাব্যগ্রন্হটি তাদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে।
দেশে থেকে হাজার মাইল দূরে কর্মব্যস্ত জীবনের মধ্যেও কাব্য চর্চায় সময় দেন কিছু প্রবাসী। তারই প্রতিফলন হিসেবে এবারের বইমেলায় পাওয়া যাচ্ছে বিশ্বে ছড়িয়ে থাকা বাংলাদেশি ১২ কবির কবিতা নিয়ে সাজানো এই কাব্যগ্রন্থটি। এই কাব্যগ্রন্থে প্রত্যেক কবির পাঁচটি করে মোট ৬০টি কবিতা রয়েছে। প্রতিটি কবিতা প্রাসঙ্গিক, তাবৎ পৃথিবীর সব স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, অন্যায়, অবিচার, দুর্নীতির আর জুলুমের বিরুদ্ধে এবং মজলুমের পক্ষে।
বইটিতে যাদের কবিতা স্থান পেয়েছে তারা হলেন- ডা. জিন্নুরাইন জায়গীরদার (ডাবলিন), শরীফ আহমেদ (কানাডা), আরজান ইভান (ঢাকা), শফিকুল ইসলাম সোহাগ (সিলেট), শামসুন ফৌজিয়া (নিউইয়র্ক), সেলিম আহমদ (প্যারিস), তাজ উদ্দীন (প্যারিস), সৈয়দ মঞ্জুরুল কাদির (প্যারিস), ইসরাত ফ্লোরা (প্যারিস), ফয়সল রেহান (দুবাই), আমজাদ হোসাইন (কুমিল্লা) ও সোহেল আহমদ (প্যারিস)।
প্রবাস জীবনে ছড়িয়ে ছিটিয়ে পড়া ১২ কবিকে একটি বইয়ের মোড়কে একত্রে করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেন্টার ফ্রান্সের যুগ্ম আহ্বায়ক কবি সোহেল আহমদ।
সারাবাংলা/পিটিএম
‘যে মৃত্যু বিপ্লবী সে ধ্রুপদী’ কবিতার বই প্যারিস ফ্রান্স বইমেলা ২০২৫