চ্যাম্পিয়নস ট্রফি
‘কোকিল ছানা’ ইংলিশ, অজিদের জয়ে ভাঙল যত রেকর্ড
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:২৬ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০১
জন্ম তার ইংল্যান্ডে। শৈশব, কৈশোরও কেটেছে সেখানেই। লিডসে বেড়ে ওঠা জস ইংলিশ খেলতে পারতেন ইংল্যান্ডের হয়েই। তবে ভাগ্য তাকে নিয়ে এসেছে অস্ট্রেলিয়ায়। সেই অস্ট্রেলিয়ার হয়ে খেলতে নেমে জন্মস্থান ইংল্যান্ডকেই হারিয়ে দিলেন ইংলিশ! চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বের জমজমাট এক ম্যাচে ইংলিশের রেকর্ড গড়া সেঞ্চুরিতেই ৫ উইকেটের জয় পেয়েছে অজিরা। এই জয়ে ইংলিশ ও অস্ট্রেলিয়া গড়েছে বেশ কিছু নতুন রেকর্ডও।
লাহোরে ম্যাচের প্রথম ভাগে অনভিজ্ঞ অজি বোলার তুলোধুনো করে ৩৫১ রানের বিশাল স্কোর দাঁড় করিয়েছিল ইংল্যান্ড। চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে এটাই ছিল সর্বোচ্চ দলীয় স্কোর। সেই রেকর্ড ৪ ঘণ্টাও স্থায়ী হয়নি। ইংলিশের দারুণ এক সেঞ্চুরির সুবাদে এই লক্ষ্য অনায়াসেই তাড়া করে অস্ট্রেলিয়া। তাদের গড়া ৩৫৬ রানই এখন এই টুর্নামেন্টের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর।
আইসিসির ওয়ানডে টুর্নামেন্টে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নতুন রেকর্ডও গড়ল অজিরা। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে এটি অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। সব মিলিয়ে এই ফরম্যাটে অজিদের এটি দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।
বিশাল এই টার্গেট তাড়া করতে নেমে ৮৬ বলে ১২০ রানে অপরাজিত ছিলেন ইংলিশ। ওয়ানডেতে এটি তার প্রথম সেঞ্চুরি। আর এতেই রেকর্ডের পাতায় নাম লিখিয়েছেন তিনি। তিন ফরম্যাটে সেঞ্চুরি করা চতুর্থ অজি ব্যাটার হলেন ইংলিশ। তার আগে এই কীর্তি গড়েছেন ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল ও শেন ওয়াটসন।
ইংলিশ নিজের সেঞ্চুরি তুলে নিয়েছেন ৭৭ বলে। চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে এটিই যৌথভাবে দ্রুততম সেঞ্চুরি। ইংলিশ ছুঁয়েছেন ২০০২ সালে বিরেন্দর শেওয়াগের করা রেকর্ডকে। তিনিও সেঞ্চুরি করেছিলেন ইংল্যান্ডের বিপক্ষেই।
দিনের প্রথম ভাগে ইংল্যান্ডের হয়ে ব্যাটিংয়ে নেমে ১৬৫ রানের অনবদ্য এক ইনিংস খেলেছেন বেন ডাকেট। চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।
এই ম্যাচে দুই দলই পেরিয়েছে ৩৫০ রান। চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে যা আগে কখনোই হয়নি। প্রথম দল হিসেবে এই কীর্তি গড়ছিল ইংল্যান্ড।
সারাবাংলা/এফএম