চ্যাম্পিয়নস ট্রফি
ভারত-পাকিস্তান মহারণ: মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কে?
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১০:২০ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৫৫
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই যেন অন্যরকম এক আবহ। দ্বিপাক্ষিক সিরিজে বহুকাল মুখোমুখি না হওয়া দেশ দুটি যখন আইসিসি টুর্নামেন্টে একে অন্যের বিপক্ষে মাঠে নামে, উত্তেজনার পারদ ঠেকে তুঙ্গে। আজ চ্যাম্পিয়নস ট্রফির ‘হটকেক’ ম্যাচে দুবাইতে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। চলুন দেখে নেওয়া যাক পরিসংখ্যানে কারা এগিয়ে।
৫০ ওভারের ফরম্যাটে ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়েছে মোট ১৩৫ বার। এই লড়াইয়ে এগিয়ে আছে পাকিস্তানই। ভারতের বিপক্ষে ৭৩ ম্যাচে জয় তুলে নিয়েছেন তারা। অন্যদিকে ভারত জয় পেয়েছে ৫৭ ম্যাচে। ফলাফল আসেনি বাকি ৫ ম্যাচে।
নিজেদের মাঠে পাকিস্তান জিতেছে ১৪ ওয়ানডে, ভারত জয় পেয়েছে ১১ ম্যাচে। অন্যদিকে ভারতের মাটিতে পাকিস্তানের জয় ১৯ ম্যাচে। ভারত নিজেদের মাটিতে জিতেছে ১২ ম্যাচ।
নিরপেক্ষ ভেন্যুতে এই দুলের লড়াই বরাবই ছিল রোমাঞ্চকর। এখানেও এগিয়ে পাকিস্তান। তারা ভারতকে হারিয়েছে ৪০ বার। অন্যদিকে ভারত জয় পেয়েছে ৩৪ ম্যাচে।
চ্যাম্পিয়নস ট্রফির লড়াইয়েও এগিয়ে আছে পাকিস্তান। ৫ দেখায় ৩বারই জিতেছে পাকিস্তান, ২ বার জয়ের দেখা পেয়েছে ভারত। সবশেষ ২০১৭ সালের ফাইনালে ভারতকে কাঁদিয়ে শিরোপা জিতেছিল পাকিস্তান।
ভারত অবশ্য এগিয়ে আছে একটি দিকেই। ওয়ানডে ফরম্যাটে সবশেষ ৬ দেখায় ৫ বারই জয় পেয়েছে ভারত, একটি ম্যাচের ফলাফল আসেনি। সবশেষ দুই দলের দেখা হয়েছিল ২০২৩ সালের ১৪ অক্টোবর। বিশ্বকাপের এই ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছিল ভারত।
সারাবাংলা/এফএম