৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ
স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১০:১৫ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৩৬
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১০:১৫ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৩৬
ঢাকা: ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের প্রার্থীদের মধ্য থেকে ১৩৫০ জন রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থী এতে অংশ নেবেন।
এ পরীক্ষা আগামী ২ মার্চ থেকে শুরু হয়ে চলবে ২৫ মার্চ পর্যন্ত।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, প্রতিদিন ৯০ জন করে প্রার্থীর পরীক্ষা নেওয়া হবে। আর বিপিএসসির প্রধান কার্যালয় আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সারাবাংলা/জেআর/এমপি