Sunday 23 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেরপুরে মাইক্রোবাসচাপায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১৯ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫৭

শেরপুর: শেরপুর শহরের অষ্টমীতলা বাসস্ট্যান্ড এলাকায় দ্রুত গতির একটি মাইক্রোবাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

শনিবার দিবাগত রাত ১টার দিকে জেলা শহরের অষ্টমিতলায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—শেরপুর শহরের বয়রা পরানপুর এলাকার রনি (১২) ও শেরপুর শহরের দূর্গা নারায়নপুর এলাকার সৌরভ (২৫)। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দিবাগত রাতে একটি দ্রুত গতির মাইক্রোবাস শেরপুর শহর থেকে জামালপুর যাওয়ার পথে অষ্টমিতলা এলাকায় প্রথমে একটি অটোরিকশাকে চাপা দেয়। পরে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় এবং এরপর আরও একটি অটোরিকশাকে চাপা দেয়। এ ঘটনায় ঘটনাস্থলেই রনি মারা যায় এবং হাসপাতালে নিয়ে গেলে সৌরভের মৃত্যু হয়। তারা দুই জনেই মোটরসাইকেলে ছিলেন।

শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুবাইদুল আলম এসব তথ্য নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর মাইক্রোবাস চালক ও মাইক্রোবাসে থাকা যাত্রীরা পালিয়েছে। এ ঘটনায় আইনাগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/ইআ

মাইক্রোবাস চাপায় নিহত শেরপুর

বিজ্ঞাপন

২৫ ফেব্রুয়ারি 'জাতীয় শহিদ সেনা দিবস'
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১০

আরো

সম্পর্কিত খবর