Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬২০ ফিলিস্তিনির মুক্তি আটকে দিয়েছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৪১ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৪৬

ইসরায়েলের সঙ্গে করা বন্দিবিনিময় চুক্তি অনুযায়ী ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজায় জিম্মি করে রাখা ছয় জিম্মিকে মুক্তি দিয়েছে। বিনিময়ে ৬২০ জন ফিলিস্তিনি বন্দিকে ইসরায়েলের কারাগার থেকে শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে মুক্তি দেওয়ার কথা থাকলে নতুন এক অজুহাত দেখিয়ে শেষ মুহুর্তে তাদের মুক্তি আটকে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

নেতানিয়াহুর সর্বশেষ পদক্ষেপের প্রতিক্রিয়া কীভাবে দেখানো যায়, তা নিয়ে হামাস একটি কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হচ্ছে বলে জানা গেছে। এর আগে, হামাস বলেছিল যে ফিলিস্তিনিদের সপ্তম ব্যাচকে মুক্তি দিতে ইসরায়েলের বিলম্ব যুদ্ধবিরতি চুক্তির একটি স্পষ্ট লঙ্ঘন।

বিজ্ঞাপন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

নেতানিয়াহু বলছেন, জিম্মিদের হস্তান্তর করার সময় হামাস আয়োজিত অনুষ্ঠান ‘অপমানজনক’, তা বন্ধ করার আশ্বাস না পাওয়া পর্যন্ত ৬২০ ফিলিস্তিনি বন্দির মুক্তি দেওয়া হবে না। শনিবার তাদের মুক্তি দেওয়ার কথা ছিল।

নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতি বলেছে, ৬ শতাধিক ফিলিস্তিনিকে কারাগার থেকে বের করে শনিবার বাসে তোলা হয়েছিল, চলমান গাজা যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের এক দিনে সবচেয়ে বেশি সংখ্যক ফিলিস্তিনি মুক্তি পেতে যাচ্ছিল। পরে বন্দিদের বাস থেকে নামতে বলা হয়, তাদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য আটকে রাখা হয়।

প্রসঙ্গত, চলমান যুদ্ধবিরতির প্রথম ধাপ ৪২ দিনের। এই সময়ে মোট ৩৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে এক হাজার ৯০০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। তারপর দ্বিতীয় ও তৃতীয় ধাপ শুরুর কথা রয়েছে। তবে বিশ্লেষকেরা আশঙ্কা করছেন, দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতিতে যেতে আগ্রহী নন নেতানিয়াহু।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

ফিলিস্তিনির মুক্তি যুদ্ধবিরতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর