Sunday 23 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চমবার বিয়ে করায় ক্ষুব্ধ চতুর্থ স্ত্রী খুন করলেন স্বামীকে

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৩৩ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫৭

চট্টগ্রামে স্বামীকে এলোপাতাড়ি কুপিয়ে খুন করেছে এক নারী

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে স্বামীকে এলোপাতাড়ি কুপিয়ে খুন করেছে এক নারী। পুলিশ তাকে গ্রেফতার করেছে।

পুলিশ জানিয়েছে, ঘাতক নারী খুনের শিকার ব্যক্তির চতুর্থ স্ত্রী। তাকে না জানিয়ে পঞ্চমবার বিয়ে করায় ক্ষুব্ধ হয়ে ওই নারী তার স্বামীকে খুন করেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে নগরীর হালিশহর থানার বসুন্ধরা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত মো. আলাউদ্দিনের (৩৬) বাড়ি নোয়াখালী জেলায়। পেশায় রিকশাচালক ও দিনমজুর বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার নুরহাহানের (২৩) বাবার বাড়িও নোয়াখালী জেলায়। স্বামী আলাউদ্দিনের সঙ্গে তিনি নগরীর হালিশহরের বসুন্ধরা আবাসিক এলাকায় একটি কলোনিতে ভাড়া বাসায় থাকতেন।

হালিশহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান সারাবাংলাকে জানান, নুরজাহান আলাউদ্দিনের চতুর্থ স্ত্রী। তালাক না হলেও আগের তিন স্ত্রীর সঙ্গে আলাউদ্দিনের কোনো সম্পর্ক ছিল না।

‘সম্প্রতি নুরজাহান জানতে পারে, তাকে না জানিয়ে আলাউদ্দিন গোপনে আরেকটি বিয়ে করেছে। এতে তাদের মধ্যে মনোমালিন্য হয়। এর প্রতিশোধ নিতে গত (শনিবার) রাত ২টার দিকে নুরজাহান বাসায় তার স্বামীকে এলোপাতাড়ি কুপিয়ে খুন করে।’

ওসি জানান, ঘটনাস্থলেই আলাউদ্দিনের মৃত্যু হয়েছে। খুনের পর লাশের পাশেই বিধ্বস্ত অবস্থায় বসে ছিলেন নুরজাহান।

হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। এছাড়া হত্যায় ব্যবহৃত রক্তমাখা দা-ও উদ্ধার করে পুলিশ।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এসডব্লিউ

চট্টগ্রাম পঞ্চমবার বিয়ে করায় খুন স্বামীকে খুন

বিজ্ঞাপন

২৫ ফেব্রুয়ারি 'জাতীয় শহিদ সেনা দিবস'
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১০

আরো

সম্পর্কিত খবর