Sunday 23 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ দম্পত্তি

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫৩

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

সাভার: সাভারের আশুলিয়ায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশু সন্তানসহ স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। এরা হলেন, জাহাঙ্গীর কবির (৩৪), তার স্ত্রী বিউটি পারভিন (২৮) এবং মেয়ে তাসফিয়া জান্নাত তাহা (৭)।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে আশুলিয়ার জিরাবো চালাবাজার এলাকায় সোহাগ মন্ডলের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদেরকে উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ইউনিট অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

দগ্ধ জাহাঙ্গীরের সহকর্মী হাসিব মাহমুদ জানান, জাহাঙ্গীর জিরাবোতে ইনসেপ্টটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সিনিয়র অপারেটর। তার স্ত্রী স্থানীয় জুতা, ব্যাগ তৈরি কারখানায় চাকরি করেন। আর তাদের একমাত্র মেয়ে তাহা একটি মাদরাসায় পড়ে। তিন তলা বাড়ির নিচ তলায় ভাড়া থাকেন পরিবারটি। তিনি নিজেও পাশের বাসায় থাকেন।

হাসিব আরও জানান, সকাল ৬টার দিকে একটি বিকট শব্দ শুনতে পান তিনি। এরপর জাহাঙ্গীরের বাসা থেকে কান্না, চিৎকার শুনতে পান। দৌড়ে গিয়ে দেখেন, জাহাঙ্গীর ও তার স্ত্রী শরীর ঝলসানো অবস্থায় বাসার বাইরে দাঁড়িয়ে ছটফট করছেন। প্রথমে শিশুটিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরে দগ্ধ এই দম্পতিকে প্রথমে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের তিন জনকেই ঢাকা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

দগ্ধদের বরাত দিয়ে হাসিব জানান, সকালে ঘুম থেকে উঠে বিউটি বাথরুমে যান। আর জাহাঙ্গীর নাস্তার জন্য রান্না ঘরে গিয়ে চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। তাদের ধারণা গ্যাসের চুলা থেকে রাতে লিকেজের কারণে সারা ঘরে গ্যাস ছড়িয়ে পড়েছিল।

বিজ্ঞাপন

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, সকালে ৩ জনকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে জাহাঙ্গীরের শরীরের ৯১ শতাংশ, বিউটির ৩৩ ও শিশুটির ৮০ শতাংশ পুড়ে গেছে। তাদের সবার অবস্থায়ই আশঙ্কাজনক।

সারাবাংলা/এসএসআর/এসডব্লিউ

আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ সাভার স্বামী-স্ত্রী দগ্ধ

বিজ্ঞাপন

বগুড়ায় বজ্রপাতে ১ শ্রমিক নিহত
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১১

আরো

সম্পর্কিত খবর