Sunday 23 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে গাছে ঝুলন্ত অবস্থায় মিলল ব্যবসায়ীর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:১২

নোয়াখালী: জেলার বেগমগঞ্জ উপজেলায় আবদুস সাত্তার (৩৭) নামে এক ব্যবসায়ীকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। তবে পুলিশের ধারণা, এটি আত্মহত্যা।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে আম গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় নিহতের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফরাজি বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুস সাত্তার উপজেলার একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফরাজি বাড়ির মজিবুল হকের ছেলে। তার দুটি সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাত্তার স্থানীয় চৌমুহনী বাজারে কাপড়ের ব্যবসা করতেন। শনিবার রাতে কে বা কারা তাকে ডেকে নেয়। রোববার সকালে বাড়ির সামনের একটি গাছে সাত্তারের ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লিটন দেওয়ান বলেন, ‘নিহতের স্বজনরা দুজনের নাম উল্লেখ করে অভিযোগ করেছেন যে, তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। তবে নিহতের শরীরে কোন আঘাতের চিহৃ নেই। প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা মনে হচ্ছে। তবে অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলা যাবে।’

সারাবাংলা/এসডব্লিউ

গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার নোয়াখালী ব্যবসায়ী হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর