Sunday 23 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে তিতাসগ্যাস কোম্পানির কর্মচারীদের অবস্থান কর্মসূচি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৩৭ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫৫

কর্মসূচি পালন করেছে নরসিংদী গ্যাস ফিল্ডে কর্মরত কর্মচারীরা।

নরসিংদী: জাতীয় প্রেস ক্লাবের সামনে যৌক্তিক দাবিতে অবস্থান কর্মসূচিতে পুলিশি হামলা ও মারধরের প্রতিবাদে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে নরসিংদী গ্যাস ফিল্ডে কর্মরত কর্মচারীরা।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল থেকে নরসিংদীর শিবপুর উপজেলার কামারটেক এলাকার নরসিংদী গ্যাস ফিল্ডের সামনে এই কর্মসূচি পালন করে তারা। এ সময় বন্ধ রাখা হয় ফিল্ডের অভ্যন্তরীণ সকল কার্যক্রম।

আন্দোলনরত শ্রমিকরা জানায়, ঠিকাদারের অধীনে থেকে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ কাজ করে আসছে চতুর্থশ্রেণীর কর্মচারীরা। অল্প বেতনে সারা দেশের গ্যাস ফিল্ড ও তিতাসের অধীনে কর্মরত শ্রমিকরা মানবেতর জীবন যাপন করে আসছে।

এমতাবস্থায় চাকুরী জাতীয়করণসহ স্থায়ী করার যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করে আসছে। এই দাবিকে উপেক্ষা করে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মচারী নেতাদের উপর হামলা চালায় পুলিশ। তাই বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লি. এ নিযুক্ত শ্রমিক কল্যান পরিষদের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক দাবি বাস্তবায়নের আগ পর্যন্ত কর্মবিরতি চালবে।

সারাবাংলা/এমপি

অবস্থান কর্মসূচি তিতাস গ্যাস তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিশন কোম্পানি লিমিটেড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর