Sunday 23 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্ষণেরর প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৪৯

রাবিতে ধর্ষণের প্রতিবাদে কর্মসূচি।

বরিশাল: সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ধর্ষণবিরোধী বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর নিচতলায় এ কর্মসূচি হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিন, প্রক্টর, সহকারী প্রক্টর ও বিভিন্ন বিভাগের শিক্ষকরা প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। প্রতিবাদ সমাবেশে বিশ্ববিদ্যালয়ে নারী নিপীড়ন প্রতিরোধ সেল গঠন ও সংগঠনটির সক্রিয় করার জোর দাবি জানান শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নুসরাত জাহান রানির সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের ভূমিকা সরকার, সমাজবিজ্ঞান বিভাগের নিশাত মালিহা ঐশি, জাহিদুল ইসলাম, আইন বিভাগের আব্দুর রহমান, ইসরাতুন্নেহাসহ আরও অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, বিচারের জন্য আজকে কেন আমাদের দাঁড়াতে হবে? কেন দেশে বিচারহীনতার সংস্কৃতি দিনদিন বেড়ে চলছে। আইনশৃঙ্খলা অবনতির কারণে আজকে সারাদেশে নারীদের শ্লীলতাহানি, নারী নির্যাতনসহ জনগণের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না। এ ব্যর্থতার দায় সরকারকেই নিতে হবে। মহামারির মত ধর্ষণ বৃদ্ধি পাচ্ছে। নারীকে পণ্য বানানোর যে সংস্কৃতি বাংলাদেশে তৈরি হয়েছে, তা থেকে বেরিয়ে আসতে হবে।

সারাবাংলা/এমপি

অবস্থান কর্মসূচি ধর্ষণ বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)

বিজ্ঞাপন

বগুড়ায় বজ্রপাতে ১ শ্রমিক নিহত
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১১

আরো

সম্পর্কিত খবর