Sunday 23 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সচিব নেই ১০ মন্ত্রণালয় ও বিভাগে, পদোন্নতির অপেক্ষায় ৯ কর্মকর্তা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:২১ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:১৯

বাংলাদেশ সচিবালয়

ঢাকা: সংস্কৃতি, মৎস ও প্রানীসম্পদ, সেতু বিভাগসহ এমন দশ মন্ত্রণালয় এবং বিভাগে দীর্ঘদিন কোনো সচিব নেই। বিভাগের সর্বোচ্চ পদে কর্মকর্তা না থাকায় গুরুত্বপূর্ণ কাজেও নেমে এসেছে ধীরগতি। এ সব মন্ত্রণালয়, বিভাগের কাজের গতি বাড়াতে কর্মকর্তা নিয়োগের কথা জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান। তিনি বলেছেন, আগামী দু-একদিনের মধ্যে আরও নয়জন কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

রোববার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘আগামী এক-দুদিনের মধ্যে আরও নয়জন কর্মকর্তাকে সচিব নিয়োগ দিয়ে ফাঁকা মন্ত্রণালয়ে পদায়ন করা হচ্ছে।’

সিনিয়র সচিব আরও বলেন, ‘আমরা চারটি এসএসবি মিটিংয়ে ১২ জন সচিবকে সিলেক্ট করতে পেরেছি। কত কঠিন অবস্থার মধ্য দিয়ে আমাদের নির্বাচন করতে হয়েছে। যারা সচিব হচ্ছেন তারা। অধিকাংশই বঞ্চিত ও যোগ্য। কেউই চুক্তিভিত্তিক না, সবাই চাকরির ভেতর থেকেই সচিব হচ্ছেন।’

উল্লেখ্য, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, সেতু বিভাগ, পরিকল্পনা কমিশন, জাতীয় সংসদ সচিবালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, বাস্তবায়ন প্রশিক্ষণ ও মূল্যায়ন বিভাগ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ দশ মন্ত্রণালয় ও বিভাগ সচিবহীন।

সারাবাংলা/জেআর/এমপি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মন্ত্রণালয় সচিবহীন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়

বিজ্ঞাপন

দুর্বৃত্তের গুলিতে আহত অভিনেতা আজাদ
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫০

আরো

সম্পর্কিত খবর