চ্যাম্পিয়নস ট্রফি
টানা ১২ টস হেরে যে লজ্জার রেকর্ড গড়ল ভারত
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০৫ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:১০
দুবাইতে চ্যাম্পিয়নস ট্রফির হাই ভোল্টেজ ম্যাচে মাঠে নেমেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচের টসের লড়াইয়ে হেরেছেন রোহিত শর্মা। আর এতেই লজ্জায় পড়ল ভারত। ওয়ানডেতে টানা ১২ টস হেরে একটানা সবচেয়ে বেশি টস হারার নতুন রেকর্ড গড়েছেন তারা।
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ এই ফরম্যাটে টসে জিতেছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ফাইনালে অজিদের বিপক্ষে টসে হেরেছিল ভারত।
সেই শুরু। এরপর পেরিয়ে গেছে প্রায় দেড় বছর। মাঝে আরও ১০টি ওয়ানডে খেলেছে ভারত। এর একটিতেও টসে জিততে পারেননি তারা। চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বের প্রথম ম্যাচেও বাংলাদেশের নাজমুল হোসেন শান্তর কাছে টসে লড়াইয়ে হেরেছিলেন রোহিত।
আজ দুবাইতে পাকিস্তানের রিজওয়ান আহমেদের কাছেও টসে হেরেছেন রোহিত। টসে জিতে ব্যাটিং নিয়েছেন রিজওয়ান। আর এতেই হয়েছে নতুন রেকর্ড। টানা ১২ ওয়ানডেতে টসে হারার নতুন রেকর্ড গড়ল ভারত। এর মাঝে রোহিত টসে হেরেছেন ৯ ম্যাচে, লোকেশ রাহুল হেরেছেন ৩ ম্যাচে।
ভারত ভেঙেছে নেদারল্যান্ডসের রেকর্ড। মার্চ ২০১১ থেকে আগস্ট ২০১৩ এর মাঝে টানা ১১ ওয়ানডেতে টসে হেরেছিল নেদারল্যান্ডস।
সারাবাংলা/এফএম