Sunday 23 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না নির্বাচন কমিশন: ইসি আনোয়ারুল

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৩৮ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫৫

‎রোববার নির্বাচন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার – ছবি : সারাবাংলা

ঢাকা: নির্বাচনে আমরা কোন চাপের কাছে নতি স্বীকার করবো না- এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি বলেন, আগামী ডিসেম্বরকে সামনে রেখে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে কমিশন।

‎রোববার (২৩ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন এই নির্বাচন কমিশনার।

তফসিল ঘোষণা কিংবা ভোট করার ক্ষেত্রে কোন চাপ আছে কি না- এমন প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম সরকার।বলেন, আমি বলছি যে, কোনও চাপ নেই আমাদের এবং চাপের কাছে আমরা নতি স্বীকার করব না। গতকাল (শনিবার) সিইসি বলেছেন যে, কোন চাপ বা ইনফ্লুয়েন্স বা কোন নির্দেশনা নিয়ে নির্বাচন কমিশন কাজ করবে না।

‎তিনি বলেন, সরকারের তরফ থেকে আগামী ডিসেম্বর ও ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচনের কথা বলা হয়েছে। আমরা ডিসেম্বরকে টার্গেট করে নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি।

তফসিল কবে হতে পারে- জানতে চাইলে তিনি বলেন, সংসদ নির্বাচনে সাধারণত ৪০ থেকে ৪৫ দিন সময় ধরে তফসিল ঘোষণা করে ইসি।

অপর এক প্রশ্নের  নির্বাচন কমিশনার বলেন, আবারো আমি রিপিট করছি। এটা হলো ঐক্যমত্যের প্রশ্ন। এক্ষেত্রে তো প্রত্যেকটা আইন সংস্কারের বিষয়েও হয়তো ওনারা ঐক্যমত হবেন। পরে আমাদের যে প্রস্তুতিটা, সে প্রস্তুতির জন্য সময় লাগবে। এখন ধরেন, যদি আমি কালকেই ঐক্যমত্যের রেজাল্টটা পেয়ে যাই, তাইলে এক ধরনের টাইম আমি পাচ্ছি। আর যদি এটা বিলম্বিত হয়, তাহলে আবার একটু কমে আসবে। তো সব কিছু মিলে আমরা আশা করি যে, আমরা একটা যৌক্তিক সময়ের ভিতরেই তফসিল ঘোষণা করতে পারবো

‎সারাবাংলা/এনএল/আরএস

বিজ্ঞাপন

দুর্বৃত্তের গুলিতে আহত অভিনেতা আজাদ
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫০

আরো

সম্পর্কিত খবর