চমেকে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকেরা, রোগীদের ভোগান্তি
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৩১ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪৮
চট্টগ্রাম ব্যুরো: এমবিবিএস ও বিডিএস ছাড়া কেউ ডাক্তার উপাধি লিখতে না পারাসহ পাঁচ দফা দাবিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন (শিক্ষানবিশ) চিকিৎসকেরা কর্মবিরতি পালন করছেন। এতে হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা ভোগান্তিতে পড়ছেন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে এ কর্মবিরতি পালন করছেন তারা। সারাদেশের সকল মেডিকেল কলেজের সঙ্গে একাত্মতা পোষণ করে পূর্ণাঙ্গ রায় ও পাঁচ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি চলবে বলে জানান তারা।
এদিন দুপুরে মানববন্ধন কর্মসূচিও পালন করেন তারা। মানববন্ধন শেষে চমেক কলেজের অধ্যক্ষ ও হাসপাতাল পরিচালক বরাবর স্মারকলিপি জমা দেওয়া হয়।
ইর্ন্টান চিকিৎসকদের পাঁচ দাবি হলো- এমবিবিএস ও বিডিএস ছাড়া কেউ চিকিৎসক লিখতে পারবে না, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) বিরুদ্ধে করা রিট ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে, বিএমডিসি নিবন্ধন শুধু এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারীদের দিতে হবে, ২০১০ সাল থেকে সরকার ম্যাটসদের (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) বিএমডিসি থেকে নিবন্ধন দেওয়া শুরু করেছে, এই ম্যাটসদের বিএমডিসি থেকে নিবন্ধন দেওয়া অবিলম্বে বন্ধ করতে হবে।
ইর্ন্টান চিকিৎসকরা জানান, এমবিবিএস ও বিডিএস ছাড়া অন্য কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবে না। ম্যাটস, ডিএমএফসহ কেউ ডাক্তার লিখতে পারবে না। এ ছাড়া চিকিৎসকদের চাকরিতে ঢোকার বয়স ৩২ বছর থেকে বাড়াতে হবে।
চমেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক আজমাইন রাহাত সারাবাংলাকে বলেন, ‘সারাদেশেই ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন। সেটার অংশ হিসেবে আমরাও সকাল থেকে কর্মবিরতি পালন করছি। দুপুরে একটি মানববন্ধন করে অধ্যক্ষ ও পরিচালক বরাবরে স্মারকলিপি দিয়েছি। আমাদের প্রধান দাবি, এমবিবিএস ও বিডিএস ছাড়া আর কেউ তাদের নামের আগে ডাক্তার লিখতে পারবে না।’
‘আমরা অনেক কষ্ট, মেধা ও শ্রমের বিনিময়ে চিকিৎসক হয়েছি। কোনো কোর্স করে নয়। অনেক কাঠখড় পোহাতে হয়েছে আমাদের। কিন্তু আমরা দেখছি একটি কোর্স করেই অনেকেই ডাক্তার হয়ে যাচ্ছেন। এতে আমাদের পেশাটাকে অসম্মান করা হচ্ছে।’
জানতে চাইলে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার তসলিম উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘সারাদেশে ইন্টার্ন ডাক্তারদের কর্মবিরতি চলছে। সেটার অংশ হিসেবেই আমাদের মেডিকেলেও কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। তাদের দাবি এমবিবিএস ও বিডিএস ছাড়া অন্য কাউকে চিকিৎসকের স্বীকৃতি দেওয়া যাবে না। আমরা তাদের দাবিগুলো মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এখনও কর্মবিরতি চলছে।’
ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে হাসপাতালের আসা রোগীদের কোনো ভোগান্তি হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘না, তেমন সমস্যা হচ্ছে না। ইন্টার্ন চিকিৎসক ছাড়াও আমাদের এখানে তো আরও ডাক্তার আছে। তাদের শিফট করে ডিউটি পালন করতে বলা হয়েছে।’
সারাবাংলা/আইসি/এসডব্লিউ
কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকেরা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)