রমজানে ২৫ ডিগ্রির নিচে এসি ব্যবহার না করতে পরিপত্র জারি
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫০ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫২
ঢাকা: আসছে রমজান ও গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সরকারি-বেসরকারি সব পর্যায়ে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে ব্যবহার না করার নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করা হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের বিধি শাখা থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়।
অতিরিক্ত সচিব জাহেদা পারভীনের সই করা পরিপত্রে বলা হয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে সরকারি-বেসরকারি দফতর ও গৃহস্থালিতে ব্যবহৃত শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের অভীষ্ট তাপমাত্রা সর্বনিম্ন ২৫° সেলসিয়াসে নির্ধারণের পরামর্শ পাওয়া গেছে। এবার রমজান, গ্রীষ্মকাল ও সেচ মৌসুম একই সময়ে শুরু হবে। সেজন্য আসন্ন মৌসুমে বিদ্যুতের চাহিদা বহুলাংশে বৃদ্ধি পাবে। শীতাতপ থার্মোস্ট্যাট নির্ধারিত তাপমাত্রায় ব্যবহারের মাধ্যমে এ চাহিদা নিয়ন্ত্রণ করা সম্ভব।
এ অবস্থায় সব সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ ও বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা এর উপরে নির্ধারণসংক্রান্ত সিদ্ধান্ত যথাযথ বাস্তবায়ন করার জন্য অনুরোধ করা হলো বলে পরিপত্রে উল্লেখ করা হয়।
পরিপত্রে আরও বলা হয়, এ সিদ্ধান্ত বিভিন্ন ব্যবসায় সংগঠনের মাধ্যমে বেসরকারি খাতকে অবহিতকরণের জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে এবং বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থাসমূহকে অবহিতকরণের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় ও এনজিওবিষয়ক ব্যুরোকে অনুরোধ করা হলো।
সারাবাংলা/জেআর/পিটিএম