Sunday 23 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোনারগাঁয়ে এসির কম্প্রেসার বিস্ফোরণ, নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩২ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫২

এসির কম্প্রেসার বিস্ফোরণ। প্রতীকী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এসির কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ হয়ে দুই ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার কাচঁপুর মেঘা কমপ্লেক্সে অবস্থিত ইস্টার্ন ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে। শিমরাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- চাঁদপুর সদরের সেলিম বেপারীর ছেলে তুহিন (২৫) ও লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার বাসিন্দা রাফি (২২)।

শিমরাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, দুপুরে কাচঁপুর ইস্টার্ন ব্যাংকের এসির কম্প্রেসার মেরামতের কাজ করার সময় সেটির বিস্ফোরণ হয়। এতে তুহিন ও রাফি নামের দুই ইলেকট্রিশিয়ান অগ্নি দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, ‘বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। দুজন নিহতের খবর পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে।’

সারাবাংলা/পিটিএম

এসি বিস্ফোরণ টপ নিউজ সোনারগাঁ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর