Sunday 23 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অতিরিক্ত করের বোঝা চাপাতে চাই না: মেয়র শাহাদাত

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩৮

নগরবাসীকে সময়মতো কর দেওয়ার অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম ব্যুরো: নগরবাসীকে সময়মতো কর দেওয়ার অনুরোধ করে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘আমরা জনগণের ওপর অতিরিক্ত করের বোঝা চাপিয়ে দিতে চাই না। বরং জনগণ যাতে স্বস্তিদায়ক পরিবেশে কর দিতে পারেন, সেই ব্যবস্থা নিশ্চিত করতে চাই। জনগণ সময়মতো কর পরিশোধ করলে আমরা শহরকে সুন্দর করতে পারবো।’

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশন আয়োজিত কর মেলা অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন। নগরীর ওয়াসা মোড়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ মেলার আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশনকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে আমরা কর আদায়ের হার বাড়ানোর চেষ্টা করছি। ইতোমধ্যে বন্দরকে চিঠি দিয়েছি। বন্দরে পণ্য পরিবহনকারী ভারী গাড়ির কারণে আমাদের সড়ক নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য বন্দরের কাছে আমরা ন্যায্য যে কর সেটা চেয়েছি। আরও বিভিন্ন সংস্থা যারা কর দিচ্ছে না, তাদেরও বলছি- আমাদের সময়মতো কর দিয়ে সহযোগিতা করুন।’

মেয়র বলেন, ‘আমরা জনগণের সহায়ক হিসেবে কাজ করতে চাই। জনগণের ওপর কোনো করের বোঝা আমরা চাপিয়ে দিতে চাই না। আমরা চাই সকলের সম্মিলিত প্রচেষ্টায় শহরকে আরও সুন্দর, আরও উন্নত করে গড়ে তুলতে। ট্রেড-লাইসেন্স অটোমেশনের আওতায় অনেকটা এসে গেছে। শীঘ্রই হোল্ডিং ট্যাক্স অনলাইনে পরিশোধের সুবিধা চালু করা হবে, যাতে নাগরিকরা হয়রানিমুক্তভাবে কর দিতে পারেন।’

‘এরপর যদি কোনো কর্মকর্তা আপনাদের কাছ থেকে অতিরিক্ত কিছু চায়, তাহলে আমাদেরকে জানাবেন। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কোন ছাড় দেওয়া হবে না। আমরা একটা সুন্দর সংস্কৃতি চালু করতে চাই। দুর্নীতিবিহীন সুন্দর একটি শহর আমরা বিনির্মাণ করতে চাই,’ – বলেন মেয়র শাহাদাত হোসেন।

বিজ্ঞাপন

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে মেলায় আরও উপস্থিত ছিলেন প্রধান রাজস্ব কর্মকর্তা সরোয়ার কামাল, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, রাজস্ব কর্মকর্তা মো. সাব্বির রহমান সানি।

দিনব্যাপী মেলায় চট্টগ্রাম সিটি করপোরেশনের রাজস্ব সার্কেল-১ ও ৫-এর আওতাধীন এলাকাবাসীর করদাতারা ট্রেড লাইসেন্স নবায়ন, হোল্ডিং কর পরিশোধসহ বিভিন্ন সেবা নেন।

সারাবাংলা/আরডি/এসডব্লিউ

কর চট্টগ্রাম মেয়র শাহাদাত হোসেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর