Sunday 23 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৈষম্যবিরোধী আন্দোলনে ককটেল-গুলি: সাবেক এমপি নদভী রিমান্ডে

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪৪ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫১

আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।

চট্টগ্রাম ব্যুরো: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে দায়ের হওয়া এক মামলায় আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের চতুর্থ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা পুলিশের রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ড আবেদনের ওপর শুনানিতে নদভীকে কড়া নিরাপত্তায় চট্টগ্রাম কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

বিজ্ঞাপন

চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী সারাবাংলাকে জানিয়েছেন, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নগরীর নিউমার্কেট এলাকায় হামলা, ককটেল নিক্ষেপ, এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় কোতোয়ালী থানায় দায়ের হওয়া একটি মামলার নয় নম্বর আসামি নদভী। ওই মামলায় তাকেসহ সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য দশদিনের রিমান্ডে নেয়ার আবেদন করেছিলেন তদন্ত কর্মকর্তা।

শুনানি শেষে আদালত নদভীসহ এজাহারভুক্ত তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। অপর দুই জন হলেন- শামসুল আলম ভূঁইয়া ও সেলিম রহমান।

এছাড়া তদন্তে পাওয়া আসামি হিসেবে চারজনকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। এরা হলেন- মনজুর আলম, নাজিম উদ্দিন, জানে আলম ও টিপু নন্দী।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ১৫ ডিসেম্বর ঢাকার উত্তরা থেকে আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। নদভী ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে ২০২৪ সালে দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেবের কাছে পরাজিত হন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/ইআ

এমপি নদভী চট্টগ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর