Sunday 23 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশি দুর্নীতির ডাটাবেজ বন্ধ করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৮ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫১

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

২০২০ সালে ট্রাম্পের প্রস্তাবিত এবং ২০২৩ সালে বাইডেন প্রশাসনের দ্বারা তৈরি ডাটাবেজ বন্ধ করেছে ট্রাম্প প্রশাসন।ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় প্রেসিডেন্সি প্রশাসন ফেডারেল পুলিশের দুর্নীতির তথ্য সংরক্ষণকারী এই জাতীয় ডাটাবেজ বন্ধ করে দিয়েছে। পুলিশ সংস্কারকরা এটিকে অপরিহার্য বলে বিবেচনা করেছিলেন, কারণ এটি দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের গোপনে বিভিন্ন সংস্থায় স্থানান্তর প্রতিরোধে সাহায্য করত।

বিজ্ঞাপন

দেশটির মার্কিন বিচার বিভাগ একটি অনলাইন বিবৃতির মাধ্যমে ডাটাবেজটি বাতিল করার বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়, ‘ব্যবহারকারী সংস্থাগুলি আর ন্যাশনাল ল’ এনফোর্সমেন্ট অ্যাকাউন্টেবিলিটি ডাটাবেস (এনএলইএডি)-এ তথ্য অনুসন্ধান বা সংযোজন করতে পারবে না। মার্কিন বিচার বিভাগ ফেডারেল মান অনুযায়ী এনএলইএডি বাতিল করছে।’

এই ডাটাবেসটি জনসাধারণের জন্য উন্মুক্ত ছিল না, তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলি এটি ব্যবহার করে জানতে পারত এবং কোনো কর্মকর্তা অতীতে দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহার করেছেন কিনা।

২০২৩ সালে প্রেসিডেন্ট বাইডেন একটি নির্বাহী আদেশের মাধ্যমে এটি চালু করার পর বিশেষজ্ঞরা ডাটাবেজটির প্রশংসা করেছিলেন।

লিগাল ডিফেন্স ফান্ডের প্রেসিডেন্ট ও পরিচালক জানাই নেলসন বলেছিলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো আর কর্মকর্তাদের দুর্নীতির রেকর্ড উপেক্ষা করতে পারবে না এবং অপরাধী কর্মকর্তারাও নিজেদের অন্যায়ের দায় এড়াতে পারবে না।’

তবে ট্রাম্প প্রশাসন পরে বাইডেনের নির্বাহী আদেশ বাতিল করে, যা ফেডারেল সংস্থাগুলো কমানোর প্রচেষ্টার অংশ ছিল। ট্রাম্প নিজেই ২০২০ সালে মিনিয়াপোলিসে জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের পর এই ডাটাবেজের প্রস্তাব দিয়েছিলেন, তবে নির্বাচনে বাইডেন জয়ের পর এটি বাস্তবায়িত হয়।

সারাবাংলা/এনজে

ট্রাম্প ডাটাবেজ

বিজ্ঞাপন

সুনামগঞ্জে ট্রাক উলটে কিশোর নিহত
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২১:২০

আরো

সম্পর্কিত খবর