Sunday 23 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় বজ্রপাতে ১ শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১১ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১৫

বজ্রপাতে নিহত শ্রমিক মোহাম্মদ আকন্দ (৫৫)

বগুড়া: জেলার কাহালুতে বজ্রপাতে মোহাম্মদ আকন্দ (৫৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পাইকড় ইউনিয়নের যোগিরভবন এলাকায় এই ঘটনা ঘটে।

বীজতলায় বোরো ধানের চারা উত্তোলনের সময় হঠাৎ বজ্রপাতে ঘটলে অচেতন হয়ে পড়েন তিনি। ওই অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি। কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

নিহত মোহাম্মদ আকন্দ গাইবান্ধা জেলার সাদুল্ল্যাপুর উপজেলার সিকনী গ্রামের মৃত বুলু আকন্দের ছেলে। তিনি গাইবান্ধা থেকে শ্রমিকের কাজ করতে এই এলাকায় এসেছিলেন।

এদিকে, ঋতু বৈচিত্রের শীতকাল পেরিয়ে বসন্তের শুরুতেই এক পশলা বৃষ্টিতে প্রকৃতিতে ফেলেছে স্বস্তির নিঃশ্বাস। রোববার সকালে বগুড়ার কাহালুতে হঠাৎ বজ্রপাত ও মেঘের গর্জনে হালকা বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টিপাতে প্রকৃতিতে গাছপালা সতেজ হয়ে ফিরে পেয়েছে নতুন প্রাণ।

ইতোমধ্যে আম সজনেসহ বিভিন্ন গাছ মুকুলে ছেয়ে গেছে। পুরাতন পাতা ঝরে বের হয়েছে নতুন পাতা। প্রকৃতি সেজেছে নবরূপে। শীতকালে আবহাওয়া শুষ্ক থাকায় বৃষ্টিপাত না হওয়ায় শুষ্ক প্রকৃতিতে হঠাৎ বৃষ্টিতে ফিরেছে প্রাণ। রবি শস্য ভরা মৌসুমে ফসল ঘরে তুলতে শুরু করেছেন কৃষকরা।

আবহাওয়া অনুকূলে থাকায় অনেক কৃষক আলু ও সরিষা উত্তোলন করে জমিতে রোদে শুকাতে ফেলে রেখেছেন। হঠাৎ বৃষ্টিতে রবি শস্য মৌসুমের আলু সরিষা নিয়ে কিছুটা বিপাকে কৃষক। তবে ভরা মৌসুমে বৃষ্টি হলেও আলু ও সরিষার তেমন ক্ষতি হবে না বলে জানান, উপজেলার নারহট্র ইউনিয়নের কল্যাণপুর গ্রামের কৃষক মো. ঈদ্রিস আলী। এ বৃষ্টিতে আলুর ফলন বৃদ্ধিতে সহায়তা করবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসডব্লিউ

বগুড়া বজ্রপাতে শ্রমিক নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর