Sunday 23 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট-তামাবিল মহাসড়কে প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১৮ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫১

নিহত দেলোয়ার হোসেন ও মো. তোফায়েল। ছবি: সারাবাংলা

সিলেট: সিলেট-তামাবিল মহাসড়কে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দেলোয়ার হোসেন (২৪) ও মো. তোফায়েল (২৬) নামের দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে । এতে সাব্বির আহমদ (৩২) নামে আরও এক আরোহী গুরুতর আহত হয়েছেন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে জৈন্তাপুরের কাটাগাং নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার ডিবির হাওড় গ্রামের মৃত আলী আহমদের ছেলে ও তোফায়েল বিড়াখাই (পাচসেউতি) এলাকার জালাল আহমদের ছেলে।

আহত সাব্বির আহমদ একই এলাকার জালাল আহমদের ছেলে। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক।

স্থানীয়রা জানায়, মোটরসাইকেল যোগে জৈন্তাপুর সদরের দিকে যাচ্ছিলেন ওই তিন তরুণ। মহাসড়কের কাটাগাং এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাকের চাপায় ঘটনাস্থলে দুইজন নিহত ও একজন আহত হয়।

তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এসআর

২ মোটরসাইকেল আরোহী নিহত ট্রাকচাপায় নিহত সড়ক দুর্ঘটনা সারাবাংলা সিলেট-তামাবিল মহাসড়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর