Sunday 23 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে অপারেশন ডেভিল হান্টে ২৪ ঘণ্টায় ৫৮৫ জন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২৭ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২১:১৪

সারাদেশে অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় ৫৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া, অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে গ্রেফতার হয়েছেন ১ হাজার ৪৯২ জন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অপারেশন ডেভিল হান্টে ৫৮৫ জন ও অন্যান্য অভিযানে গতকাল থেকে আজ পর্যন্ত ১ হাজার ৪৯২ জনকে গ্রেফতার করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে একটি বিদেশি পিস্তল, একটি এলজি, একটি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি, ৪৭ রাউন্ড গুলির খোসা, তিনটি কার্তুজ, একটি লোহার দা ও ৬টি চাকু উদ্ধার করা হয়েছে।

গত ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট। গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরের ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলা করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এই হামলায় নেতৃত্ব দেয় ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। হামলার ফলে বেশ কয়েকজন হতাহত হন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। এরপরই ৮ ফেব্রুয়ারি থেকে অপারেশন ডেভিল হান্ট অভিযান শুরু হয়।

সারাবাংলা/এমএইচ/এসডব্লিউ

অপারেশন ডেভিল হান্ট আটক রাজধানী সারাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর