Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের
অধ্যক্ষের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০৮

ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, বগুড়া

বগুড়া: জেলার ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি গ্রুপ অধ্যক্ষর বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে বিক্ষোভ শুরু করে। তারা সেশন ও বেতন কমানোসহ অধ্যক্ষের অপসারণের দাবিতে দুপুরে বিদ্যালয়ের বাইরে রাস্তায় বের হয়ে বিক্ষোভ শুরু করে।

বিজ্ঞাপন

এক পর্যায়ে স্কুলের সামনে শহরের ব্যস্ততম সড়ক শেরপুর রোড অবরোধ করে। পরে সেখান থেকে সরে এসে তারা স্কুলের সামনে জলেশ্বরীতলা সড়কে অবস্থান নিলে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।

এদিকে, শিক্ষার্থীদের একটি গ্রুপ অধ্যক্ষের পক্ষে অবস্থান নিলে দুপক্ষের মধ্যে ঝামেলা তৈরি হয়।

অধ্যক্ষ মো. শাহাদৎ হোসেন জানান, যে অভিযোগ করা হয়েছে তা সত্য নয়। বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে বিষয়টি সমাধান করা হবে।

সারাবাংলা/এসডব্লিউ

অধ্যক্ষ অপসারণের দাবি বগুড়া বিক্ষোভ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর