Sunday 23 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় গর্তে ডুবে ৯ মাসের শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১৯

নিহত ৯ মাসের শিশু তাবাচ্ছুম

চুয়াডাঙ্গা: জেলার দামুড়হুদা উপজেলার কুতুবপুর গ্রামে বাড়ীর উঠানের গর্তের পানিতে ডুবে ৯ মাসের শিশু কন্যা তাবাচ্ছুমের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে নিজ বাড়ীতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু তাবাচ্ছুম উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর গ্রামের তরিকুল ইসলামের মেয়ে।

পরিবারের সদস্যরা জানান, দুপুর ২টার দিকে বাড়ীর উঠানে বসে খেলছিল তাবাচ্ছুম। তার মা রান্নায় ব্যস্ত ছিলেন। এ সময় সে টিউবওয়েলের পাশে পানির জন্য ব্যবহৃত গর্তের পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা টের পেলে মৃত অবস্থায় তাবাচ্ছুমকে উদ্ধার করা হয়।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর বলেন, ‘ঘটনাটি আমার জানা নেই। বিস্তারিত জানতে খোঁজ নিচ্ছি।’

সারাবাংলা/এসডব্লিউ

৯ মাসের শিশু নিহত চুয়াডাঙ্গা

বিজ্ঞাপন

২২তম দিনে মেলায় নতুন বই ৬৭টি
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৫১

ডিএসসিসিতে চলছে ‘ক্লিন সপ্তাহ-২০২৫’
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:১২

আরো

সম্পর্কিত খবর